রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ ক্লাসে ফিরছেন ঢাবির শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান ২১ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান কার্যক্রম। এতদিন অনলাইনে ক্লাস চললেও আজ থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় আজ থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সেসময় শিক্ষার্থীদের শতভাগ টিকা গ্রহণ নিশ্চিতে বিভাগ ও ইন্সটিটিউটগুলোকে তদারকি করতে পরামর্শ দেওয়া হয়। তবে সশরীরে ক্লাস শুরু হলেও এখনো শিক্ষকরা অনলাইনে ক্লাস নিতে পারবেন। তবে তা নির্ধারিত কোর্সের মোট ক্লাসের ৪০ ভাগের বেশি হবে না। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাউন্সিল প্রণীত ‘লস রিকোভারি প্ল্যান’ অনুসরণ করা হবে। এর আওতায় ছয় মাসের সিমেস্টার চার মাসে, আর বার্ষিক কোর্স এক বছরের পরিবর্তে আট মাসে নামিয়ে আনা হবে। সিলেবাস সম্পন্ন করতে শনিবারও ক্লাস নেওয়া যাবে। এছাড়াও, শ্রেণিকক্ষে বা ল্যাবরেটরিতে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা যাবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ‘অন স্পট রেজিস্ট্রেশনে’র মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে, এনআইডি কার্ড না থাকায় যে সব শিক্ষার্থী টিকা নিতে পারছেন না, তাদের জন্য টিএসসি নির্বাচন কমিশনের বুথ স্থাপনের মাধ্যমে দ্রুত এনআইডি দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু ২১ অক্টোবর : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে। একই দিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি করা শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাসরি ক্লাস শুরু হওয়ার আগে কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়ালি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এতে সভাপতিত্ব করবেন।

সর্বশেষ খবর