রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ আজ

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর। আজ এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা আজ বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তফসিল অনুযায়ী ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত।

এদিকে বিভিন্ন ইউপিতে মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ আসছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। 

দেশজুড়ে ১১ নভেম্বর আবারও শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে। দলীয় মনোনয়ন-বঞ্চিতরা নির্বাচনী এলাকায় উত্তাপ ছড়াচ্ছেন। দলীয় প্রার্থিতা নিয়ে নানা বিশৃঙ্খলা হচ্ছে। কিছু এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বদলের ঘটনাও ঘটেছে। ইসির কর্মকর্তারা বলছেন, মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার ও প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলসহ ভোটগ্রহণের অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক/সরকারি ছুটির দিনও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আজকের মধ্যে পোস্টার অপসারণের নির্দেশনা : দেশব্যাপী ৮৪৮ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের নিজ দায়িত্ব পোস্টার, দেয়াল লিখনসহ অন্যান্য নির্বাচনী প্রচার সামগ্রী আজ ১৭ অক্টোবরের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ১৭ অক্টোবরের পর কোনো এলাকায় প্রার্থীদের নামে পোস্টার, দেয়াল লিখন পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের ছবি তুলে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে মনোনয়নপত্র দাখিল শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছে ইসি।

সর্বশেষ খবর