রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন ৪-৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার। ৪ থেকে ৬ ডিসেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সাংবাদিকদের এ তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নামে সম্মাননা দেওয়া হবে। বৈশ্বিকভাবে যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছেন বিশেষ করে কবি, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞানীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে সম্মেলনে সম্মানিত করা হবে।

এর আগে গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানান, আমার বিশ্বাস, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ও মানবিক কল্যাণ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একাধিক প্যানেল আলোচনা হবে এ সম্মেলনে। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও তাতে অংশ নেবেন বলে জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর