সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকার এক বাসার নিচতলায় বিস্ফোরণে দেয়াল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে বালুছড়া এলাকার কাশেম কলোনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. ফারুক আকাশ (২৩) চট্টগ্রাম নগরের চন্দন পুরার দানার বাপের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম বদিউল আলম।  আহতরা হলেন- বালুছড়া তুফান রোড এলাকার ফোরকান উল্লাহ (৫৫) ও কাশেম কলোনির মো. আলমের ছেলে কালাম (৪৫)। দগ্ধ দুইজনই শ্রমিক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষ্ফোরণ হওয়া তিন তলা ভবনের উপরের তলায় মাদ্রাসা এবং দ্বিতীয় তলায় মসজিদ। নিচ তলায় ১৪টি কক্ষে ব্যাচেলর বাসায় লোকজন ভাড়া থাকে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, বিস্ফোরণ ঘটনার সময় নিহত ফারুক ওই ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিস্ফোরণের ফলে দেয়াল ভেঙে তার গায়ে পড়ে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেখানে ফোরকান ও কালাম নামে দুজন ছিলেন। তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের ভিতর গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। খালি চোখে দাহ্য কিংবা বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, সকাল পৌনে ১১টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার  ডা. আলী জামান বলেন, হাসপাতালে ভর্তি দুইজনের মধ্যে একজনের ৬০ শতাংশ ও অন্যজনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালী পোড়া গেছে। তাদের আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

সর্বশেষ খবর