সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি

ভোজ্য তেলের দাম ৭ টাকা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।  বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে তারা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিত্যপণ্যের মজুদ পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ নিয়ে বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, বাণিজ্যমন্ত্রী ও সচিব এই প্রস্তাব অনুমোদন দিলে তা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে জানাবে। বৈঠকে ভোজ্যতেল উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর