মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রংপুরে হামলায় আসামি ৫০০

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়ায় ২৫ বাড়িতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় দুটি মামলা করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অগ্নিকান্ডের পর ওই এলাকার ৬০টি পরিবার স্থানীয় এক মন্দিরে আশ্রয় নিয়েছে। হামলার শিকার পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা চাল, শাড়ি, লুঙ্গি এবং কম্বল পৌঁছে দেওয়া হয়। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিফ আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের সনাতনধর্মী এক কিশোরের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। রবিবার রাতে এ নিয়ে উত্তেজিত লোকজন করিমপুর মাঝিপাড়া গ্রামে ওই কিশোরের বাড়ি ঘেরাও করে। এক পর্যায়ে তারা ওই গ্রামের সুবর্ণ রায়, সুধারামসহ ২৫ জনের বসতভিটায় অগ্নিসংযোগ করে। এতে ৬০টির বেশি ঘরের আসবাবপত্র, মালামালসহ পুড়ে যায়। এ প্রসঙ্গে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, এক কিশোরের ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে এলাকাবাসী বিক্ষোভ করে। 

একজন গ্রেফতার : রংপুরের পীরগঞ্জে যার ফেসবুকে স্ট্যাটাস নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে সেই অভিযুক্ত পরিতোষকে গ্রেফতার করা হয়েছে। গত রাত ১০টার দিকে জয়পুরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য বদলি হওয়া রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া পরিতোষকে জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রংপুর নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর