বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পীরগঞ্জে হামলা পরিকল্পিত

নিজস্ব প্রতিবেদক

পীরগঞ্জে হামলা পরিকল্পিত

রংপুরের পীরগঞ্জের এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘পীরগঞ্জ শান্তিপূর্ণ এলাকা। এখানে এবার ৯৮টি মন্ডপে দুর্গাপূজা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সহায়তা করেছি। জেলেপল্লীতে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা পূর্বপরিকল্পিত। গুজব তুলে গ্রামের সহজ-সরল মানুষের বাড়িঘরে বিক্ষিপ্ত হামলা করা হয়েছে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনার মূলে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’ গতকাল নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের অন্তর্গত রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া ও বড় করিমপুরে সংঘটিত হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংসদের জনসংযোগ বিভাগ জানায়, ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে নেমে সড়কপথে পীরগঞ্জের জেলেপল্লীর ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেন স্পিকার।

এ সময় তাঁর সঙ্গে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী উপস্থিত ছিলেন। পরে তিনি পীরগঞ্জের বটের হাট আরডিএস দাখিল মাদরাসা প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি অনাকাক্সিক্ষত হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্তদের অভয় দেন এবং ভীতসন্ত্রস্ত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারসহ পুনর্নির্মাণ এবং আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের প্রতি পরিবারকে ১০ হাজার করে টাকা, ১০০ বান্ডেল টিন বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর