শিরোনাম
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কোথাও নেই জবাবদিহি

নিজস্ব প্রতিবেদক

কোথাও নেই জবাবদিহি

সিরাজুল ইসলাম চৌধুরী

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পরিস্থিতি যে এত ভয়াবহ সেটি আমরা অনুধাবন করতে পারিনি। যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। প্রশাসনের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতার তদন্ত হওয়া দরকার। তার বিহিত হওয়া দরকার। তিনি আরও বলেন, এখন রাষ্ট্রে জবাবদিহি নেই। অপরাধ করলে বিচার হয় না এবং রাষ্ট্র যেসব কাজ করছে তার কোথাও জবাবদিহি নেই।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ। প্রায় ৩ ঘণ্টার এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়াত ফেরদৌস, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। সভা প্রধানের বক্তব্য দেন মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন। ভার্চুয়াল বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক ও ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম।  সাম্প্রদায়িক সহিংসতার কারণ তুলে ধরতে গিয়ে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা দেওয়া। সেখানে রাষ্ট্র ব্যর্থ। আজকে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলতে সাহস পাই না। আমরা বলি অসাম্প্রদায়িকতার কথা। আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম, তা ধর্মনিরপেক্ষ হওয়ার কথা ছিল। রাষ্ট্র এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অসুখের নানা ধরনের প্রকাশ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি এবং সাম্প্রদায়িক যে আগ্রাসন, যে অত্যাচারটা হলো, তার মধ্যেও আমরা সেটা দেখতে পেলাম। তিনি আরও বলেন, আমাদের দেশে যে সংস্কৃতি গড়ে উঠেছে তা অসুস্থ সংস্কৃতি। দেশ থেকে সামাজিকতা উঠে গেছে। বিচ্ছিন্নতা বাড়ছে। আমাদের এখানে সৃষ্টিশীলতার চর্চা নেই।

অন্ধকার আসছে। সংস্কৃতিচর্চার প্রধান এখন ওয়াজ মাহফিল হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের দেশে সংস্কৃতির জাগরণ দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর