শিরোনাম
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তোফায়েল আহমেদের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

তোফায়েল আহমেদের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ৭৯তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রধান তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আজহার আলী ও মা ফাতেমা খানম। তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যা ডা. তাসলিমা আহমেদ জামান (মুন্নী)। তোফায়েল আহমেদের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। দীর্ঘদিন চিকিৎসা শেষে দিল্লি থেকে আজ দেশে ফিরবেন তিনি। গত ২ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ৩ সেপ্টেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে নেওয়া হয়। কলেজ জীবনেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন তোফায়েল আহমেদ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তিনি। ওই সময় ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচিকে ১১ দফায় অন্তর্ভুক্ত করে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন। এই গণঅভ্যুত্থানে পাকিস্তানি স্বৈরশাসক ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি ৩৩ মাস কারাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘আগরতলা মামলা’য় আটক সব রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভার সভাপতি হিসেবে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতিতে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

সর্বশেষ খবর