শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এবার শুরু আসল লড়াই

বিশ্বকাপে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারার পর যেন টাইগারদের নিয়ে সমর্থকদের বিশ্বাসটা নড়বড়ে হয়ে গিয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে দুরন্ত জয়ে বাংলাদেশ দল বুঝিয়ে দিয়েছে, স্কটিশদের বিরুদ্ধে হারটা ছিল নিছক একটি ‘অঘটন’ মাত্র।

এখনো বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা। প্রাথমিক লক্ষ্য ছিল প্রথম রাউন্ডের গন্ডি পার হওয়া। সেটি ভালোভাবেই করতে পেরেছেন টাইগাররা। তবে কষ্ট এটাই যে, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি লাল-সবুজরা। সুপার টুয়েলভে সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ হয়তো ভারত-পাকিস্তানের গ্রুপে পড়বে। কিন্তু রানার্সআপ হওয়ার কারণে পাল্টে গেছে হিসাব। এখন বিশ্বকাপের আসল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বর্তমান  চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ভদ্রতা করে আইসিসি প্রথমপর্ব নাম দিলেও বাস্তবিক অর্থে তা ছিল ‘বাছাইপর্ব’! তাই টাইগারদের আসল লড়াই শুরু হচ্ছে এখন। ১ নম্বর গ্রুপে পড়ায় মানসিকভাবেও যেন খানিকটা স্বস্থিতে বাংলাদেশ। কেন না কিছুদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। যদিও ঘরের মাঠে নিজের মতো করে উইকেট বানিয়েছিল বাংলাদেশ। তা ছাড়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেরা একাদশও ছিল না। তারপরও দল দুটি তো নামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডই। বিশ্বকাপে মাঠে নামার আগে ওই জয়গুলো উদ্দীপ্ত করতে পারে টাইগারদের। এ ছাড়া বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে সিরিজে হারানোর অভিজ্ঞতাও আছে। আর শ্রীলঙ্কা তো চেনা প্রতিপক্ষ। তাদের হাঁড়ির খবর জানা। এ ছাড়া বাকি দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টি-২০ এমনিতেই বড় অনিশ্চয়তায় ফরম্যাট। এখানো ছোট দল বড় দল বলে কিছু নেই। এক ওভার কিংবা কখনো কখনো এক ম্যাচেও পাল্টে যেতে পারে চিত্রনাট্য। তবে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচে দুরন্ত জয়ে টাইগাররা অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয়, সেই আত্মবিশ্বাস আসল লড়াইয়ে কোনো কাজে লাগে কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর