শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
সারা দেশে প্রতিবাদ

শাহবাগে অবরোধ হিন্দু পরিষদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ ও বসতবাড়িতে হামলাকারীদের বিচার এবং সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন ও কমিশন গঠনের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন। আইন প্রণয়ন ও কমিশন গঠনে সরকারকে দুই সপ্তাহের সময়ও দিয়েছে তারা।

গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এসব দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। সন্ধ্যা ৬টার দিকে মশাল মিছিল নিয়ে প্রেস ক্লাবে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা। অবরোধের ফলে শাহবাগের চারদিকের রাস্তায় যানজট তৈরি হয়।

কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ হিন্দু ল-ইয়ার্স অর্গানাইজেশন (বিএইচএলও), আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ আরও কয়েকটি সংগঠন। কর্মসূচি থেকে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সাম্প্রদায়িক হামলার বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়। হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও কমিশন গঠন করতে আমরা সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি। এ সময়ের মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নে তৎপরতা না দেখলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা কর্মসূচি ঘোষণা করব।’ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, ‘দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ওপর নারকীয় হামলা হয়েছে। প্রশাসন সেখানে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাম্প্রদায়িক হামলায় জড়িতরা বারবার পার পেয়ে যাচ্ছে। এর আগেও সাম্প্রদায়িক হামলায় সংখ্যালঘুরা বিচার পায়নি। আমরা চাই হামলার নেপথ্যে যারা তাদেরও যেন বিচারের আওতায় আনা হয়।’ এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আরও বিক্ষোভ ও মানববন্ধনের খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা- নাটোর : বৃহস্পতিবার বিকালে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ। কুড়িগ্রাম : কুড়িগ্রামে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, প্রবীণ আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল প্রমুখ। বগুড়া : বগুড়া জেলা জাতীয় হিন্দু মহাজোট গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছে। বেলা ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। নওগাঁ : নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও পূজামন্ডপে হামলার প্রতিবাদে শহরের নওজোয়ান মাঠের প্রধান ফটকের সামনে গতকাল সকালে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর : সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সকালে পিরোজপুর শহরের কলেজ রোডে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট চ-ীচরণ পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল, জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আবদুল্লাহ প্রমুখ। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : ‘দৌড়ে পালিয়ে যেও না, অন্যায়কারী ও দুষ্কৃতকারীদের মোকাবিলা কর’ স্লোগানে শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবা আশ্রমে মৌন মানববন্ধন করা হয়েছে। রাজবাড়ী : বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বালিয়াকান্দি সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন পালিত হয়। নেত্রকোনা : নেত্রকোনায় মানববন্ধন করেছেন রামকৃষ্ণ আশ্রমের শতাধিক নারী-পুরুষ। বেলা ১১টায় শহরের সাতপাই রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক।

দিনাজপুর : সহিংসতা রোধে বিশাল মৌন মানববন্ধন করেছে দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রম। বেলা ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রমের সামনের সড়কে এ মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরিশাল : পূজামন্ডপে হামলা-ভাঙচুর-লুট-ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশাল জেলা গণনাট্য সংস্থার ব্যানারে সকাল সাড়ে ১০টায় মহানগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট : দুপুরে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের সামনের সড়কে মানববন্ধন করেছে রামকৃষ্ণ আশ্রম। এতে জেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট সংহতি প্রকাশ করে অংশ নেয়।

সর্বশেষ খবর