সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সড়ক অবরোধ ফের আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। এদের মধ্যে একজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নাজমুল হাসান কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন এবং আবিদ

হাসান শাওন নামে অন্যজন ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করলে অন্যরা তাকে নিবৃত করেন। এরপর শিক্ষার্থীরা বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সহযোগিতায় এক ঘণ্টা পর অবরোধ তুলে আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শামীম হোসেন জানান, ২৪ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় সোমবার আবারও মহাসড়ক অবরোধ করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আবদুল লতিফ জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে। না বুঝে তারা আন্দোলন করছেন। আগামী এক/দেড় সপ্তাহের মধ্যে আবারও সিন্ডিকেট সভা ডাকা হবে। সেখানে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বাতেন নিজেই কাঁচি হাতে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন বলে অভিযোগে ওঠে। সেই শিক্ষার্থীদের একজন ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে বকাঝকা করায় আত্মহত্যার চেষ্টা করলে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর