সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পিঁয়াজের জ্বালায়ই অস্থির হয়ে পড়েছি

নিজস্ব প্রতিবেদক

পিঁয়াজের জ্বালায়ই অস্থির হয়ে পড়েছি

নিত্যপণ্যের দাম সামাল দিতে না পেরে এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তাঁর অস্থিরতার কথা প্রকাশ করলেন। খাদ্যপণ্যের উৎপাদন ও ভোগের সঠিক পরিসংখ্যানের অভাবে বাজার নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, পিঁয়াজের কথা ধরেন। পিঁয়াজের জ্বালায়ই আমি অস্থির হয়ে পড়েছি। গতকাল রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত ‘বাংলাদেশের ৫০ বছর কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন তিনি। বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এফএও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রবার্ট ডি সিম্পসন এবং ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স, লাল তীর লাইভস্টকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা এবং আফতাব মহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান প্রমুখ। বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্য নিয়ে পরিসংখ্যানের একটা ঝামেলা রয়েছে। আমাদের প্রয়োজন ২৪-২৫ লাখ টন পিঁয়াজ। উৎপাদনও হয় এমনই ২৫-২৬ লাখ টন। তাহলে আমদানি কেন এমন প্রশ্ন আসে। সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে প্রায় ২০ শতাংশ পিঁয়াজ আমাদের নষ্ট হয়। পণ্যের মজুদ ও চাহিদা সম্পর্কে কৃষি মন্ত্রণালয় সঠিক তথ্য দেয় না এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর কৃষি মন্ত্রণালয় হিসাব দিল ১ কোটি ৫ লাখ টনের মতো আলু উৎপাদন হবে। আর আমরা ৭০-৭৫ লাখ টন আলু খাই। তার মানে আলু সারপ্লাস থাকবে। কিন্তু গত বছরের বাজারের চিত্র সেটা বলে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর