বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাতীয় সরকার ছাড়া মুক্তি নেই

------ কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকার ছাড়া মুক্তি নেই

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, জাতীয় সরকার ছাড়া জাতির মুক্তি নেই। এ দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার এসে ধ্বংস হয়ে যাওয়া সব প্রতিষ্ঠান ঠিক করার পর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এর মাধ্যমেই দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।  গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. এনামুল রশিদ, সৈয়দ মাহবুব হোসেন, আবু জাফর সিদ্দিকী, অ্যাডভোকেট আবুল হাসেম, ড. আমেনা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কোরআন অবমাননা ও মন্দির ভাঙচুর প্রসঙ্গে কর্নেল (অব.) অলি বলেন, এটা ইকবাল পাগলের কাজ নয়। এর সঙ্গে আরও বড় বড় পাগল জড়িত। এর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। ড. রেদোয়ান আহমেদ বলেন, শোনা যাচ্ছে- বিএনপি নেতারা সরকারের সঙ্গে আঁতাত করে বসে আছেন। এ জন্য তারা আন্দোলনে যেতে রাজি নন।

কুমিল্লা নামে বিভাগ না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ খবর