বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কেমন আছেন খালেদা জিয়া

সুস্থ আছেন, নরম খাবার খাচ্ছেন : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন তা নেতা-কর্মীদের পাশাপাশি সর্বসাধারণের উৎসাহের শেষ নেই। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার অবস্থা এখন ভালো। তিনি শঙ্কামুক্ত, নরম খাবার খাচ্ছেন। গতকালও মেডিকেল বোর্ড বৈঠক করে তার শারীরিক খোঁজখবর নিয়েছে। দেশি-বিদেশি চিকিৎসকরা সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজখবর রাখছেন। এখন তার জ্বর নেই। তবে ডায়াবেটিস, আথ্রাইটিসসহ পুরনো রোগগুলোর এখনো আশানুরূপ উন্নতি হয়নি। অন্যদিকে এভারকেয়ার হাসপাতালের একাধিক সূত্র বলেছে, বেগম খালেদা জিয়ার সার্জিক্যাল অপারেশনের ধকল কাটিয়ে উঠতে সময় লাগবে। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন, বেগম জিয়ার দেহ থেকে ‘ম্যালিগন্যান্ট’ বলে সন্দেহভাজন লাম্প অপারেশন করে অপসারণ করা হয়েছে। এটি খুবই গুরুতর ব্যাপার। এ সার্জারির সিদ্ধান্ত হুট করে একদিনে নেওয়া হয়নি। কিন্তু তা গোপন রাখা হয়েছিল। অপারেশনের পরও সবকিছু স্বাভাবিক ও খুব হালকা করে দেখানো হচ্ছে। এর পেছনে কী যুক্তি আমার মাথায় আসে না।’ বেগম খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সার্জিক্যাল অপারেশনের পর সোমবার রাতেই ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে। শারীরিকভাবে তিনি এখন ভালো আছেন। তিনি নরম খাবার খাচ্ছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন দেওয়া হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিটেনের রানী এলিজাবেথ বা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসা নিয়ে গণমাধ্যম বা সাধারণ মানুষ কতটুকু জানতে পারে? রোগীর ব্যক্তিগত কিছু গোপনীয়তা বলে কিছু থাকে। তাছাড়া চিকিৎসকদেরও একটি নীতি থাকে। রোগীর সব তথ্য জনসম্মুখে বলা যায় না।’ গত সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সার্জিক্যাল আইসিইউতে এ নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় সাবেক এ প্রধানমন্ত্রীকে সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাতে গিয়ে বিকালে জরুরি এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার ভাই শামীম এস্কান্দার ও পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি কথা বলেছেন। চিকিৎসকরাও আমাকে জানিয়েছেন, ম্যাডাম সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বিপদমুক্ত।’

এদিকে মারুফ কামাল খান আরও বলেন, যারা সিদ্ধান্ত নেওয়ার মালিক তাদের প্রতি আমার সবিনয় নিবেদন, পর্দার অন্তরালে রেখে উনাকে বিস্মৃতি ও অকার্যকারিতার দিকে ঠেলে দেবেন না দয়া করে। ম্যাডামের শারীরিক অবস্থা অসংখ্য মানুষের উদ্বেগের বিষয়। তাই স্বচ্ছতার সঙ্গে সবকিছু রাখুন পাদপ্রদীপের আলোয়। কেবল নিজেরা ইতিহাসের দায় না নিয়ে। ম্যাডামের স্বাস্থ্যের ব্যাপারে দায়িত্বশীলদের দিয়ে নিয়মিত বুলেটিন প্রচারের ব্যবস্থা রাখুন।’

গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া জ্বর অনুভব করার পর গত ১২ অক্টোবর তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

গত এপ্রিলে তিনি বাসায় করোনাভাইরাসে আক্রান্ত হন। সেখানে ব্যক্তিগত বিশেষ চিকিৎসকদের একটি মেডিকেল টিমের চিকিৎসায় সেরে উঠলেও পোস্ট কভিড জটিলতায় গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ১৯ জুন মেডিকেল বোর্ড বাসায় নিয়ে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ছাড়পত্র প্রদান করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর