বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গণমানুষের কল্যাণে প্রাদেশিক ব্যবস্থা জরুরি

নিজস্ব প্রতিবেদক

গণমানুষের কল্যাণে প্রাদেশিক ব্যবস্থা জরুরি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, গণমানুষের কল্যাণেই প্রাদেশিক সরকার ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও  বলেন, শোষণের জন্য তৈরি ব্রিটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই পরিচালিত হবে সব কর্মকান্ড। প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, সুনীল শুভরায়,  মীর আবদুস সবুর আসুদ, সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, মনিরুল ইসলাম মিলন। এম এম ইকবাল আলমগীরকে অব্যাহতি : জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক এম এম ইকবাল আলমগীর (ফেনী)-কে গতকাল পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সর্বশেষ খবর