শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আরও এক বছর ডিএমপি কমিশনার শফিকুল

নিজস্ব প্রতিবেদক

আরও এক বছর ডিএমপি কমিশনার শফিকুল

এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহা. শফিকুল ইসলামকে অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে ৩০ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।’ এই নিয়োগের শর্তাবলি অনুমদিত চুক্তিদ্বারা নির্ধারিত হবে। এর আগে ২১ অক্টোবর পৃথক একটি আদেশে মোহা. শফিকুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। ২৯ অক্টোবর ৫৯ বছর পূর্ণ হয় মোহা. শফিকুল ইসলামের। সরকারি বিধি অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তার অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। গত ১৮ অক্টোবর ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে সুপার নিউমারারি পদ হিসেবে গ্রেড-১ হিসেবে অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনের সরকারি মঞ্জুরি দেওয়া হয়। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন শফিকুল ইসলাম ৩০ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর