সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বায়োপসি রিপোর্ট অনুযায়ী খালেদার চিকিৎসা শুরু

নিজস্ব প্রতিবেদক

বায়োপসি রিপোর্ট অনুযায়ী খালেদার চিকিৎসা শুরু

বায়োপসি রিপোর্ট অনুযায়ী চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা।

বর্তমানে তাঁর অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। ডায়াবেটিসও প্রায় নিয়ন্ত্রণে। গতকাল খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। সে  অনুযায়ী তাঁর চিকিৎসাও ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলেননি তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সে অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’ বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়ায় ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়েছিল। এর কারণ জানতে ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুই দিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে।

খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে : বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। গতকাল মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। এরপর আদালত ১ ডিসেম্বর নতুন তারিখ দেয়। ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ তারিখ দেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। খালেদা জিয়া ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, এস আর ওসমানী, মঈনুল আহসান, সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন। আসামিদের মধ্যে যারা মারা গেছেন তাদের এ মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

সর্বশেষ খবর