সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পরীমণির রিমান্ড প্রশ্নে দুই বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

পরীমণির রিমান্ড প্রশ্নে দুই বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়াকে আগেই অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন বিচারিক আদালতের দুই বিচারক। এবার এ ভুলের জন্য হাই কোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তারা। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে ক্ষমা চান তারা। পরে                  এ বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য ২৫ নভেম্বর দিন ঠিক করেছে আদালত। আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান। দুই বিচারকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আলিম মিয়া জুয়েল।

গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে পুনরায় লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। এর আগে গত ১৪ সেপ্টেম্বর পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের ওই দুই বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করে হাই কোর্ট। আদালত বলে, ‘লিখিত ব্যাখ্যায় তারা হাই কোর্টকে শিক্ষা দিয়েছেন। আমরা এ ব্যাখ্যায় সন্তুষ্ট নই’। তার আগে চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় গত ২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চায় হাই কোর্ট। পরিমণির মামলার তদন্ত কর্মকর্তাকেও তলব করে হাই কোর্ট। এ ছাড়া পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার সব নথি ও মামলার কেস ডকেটও তলব করা হয়।

সর্বশেষ খবর