সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গণজাগরণের মাধ্যমেই জাতীয় সরকার

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণের মাধ্যমেই জাতীয় সরকার

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, টেবিলে বসে নয়, গণজাগরণের মাধ্যমেই জাতীয় শক্তিকে পুনরুজ্জীবিত করে জাতীয় সরকার গঠন করতে হবে। বিদ্যমান বাংলাদেশি রাজতন্ত্রের হাত থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এটা। তিনি আরও বলেন, জাতীয় সরকার হবে সব সমাজশক্তির অন্তর্ভুক্তিমূলক সরকার। জাতীয় সরকার সংবিধানের চেতনাকে সমুন্নত করবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। গতকাল জেএসডির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, জেএসডির এস এম এস আনসার উদ্দিন, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কে এম জাবির, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সামছুল আলম নিক্সন, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর