বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ডিজেল কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে ১৫ টাকা করে।

গতকাল রাত ১০টার দিকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রাত ১২টার পর থেকে অর্থাৎ ৪ নভেম্বর থেকে এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। এ ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তীসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ নভেম্বর  ভারতে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটারে ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটারে ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। তাই জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৪ এপ্রিল পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পুনর্নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ খবর