শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লজ্জার হারে শেষ বিশ্বকাপ

শেষ ম্যাচেও হলো না শেষ রক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে লজ্জার হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলাপূর্ণ হয়ে গেল। সুপার টুয়েলভের একটি ম্যাচেও জিততে পারলেন না মাহমুদুল্লাহরা। টানা ৫ ম্যাচ হেরে স্বপ্নের বিশ্বকাপে দুঃস্বপ্নকে সঙ্গী করে দেশে ফিরে যাচ্ছেন ক্রিকেটাররা।

বিশ্বকাপের আগেই যে অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, সেই দলটির বিরুদ্ধে শেষ ম্যাচে কাল ৭৩ রানেই অলআউট হয়ে যায় মাহমুদুল্লাহরা। যা টি-২০র ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ৭৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৬.২ ওভারেই খেলা শেষ করে দেয়  অস্ট্রেলিয়া। ব্যর্থতার এই টুর্নামেন্টের শেষ ম্যাচে ঠিক আগের মতোই ব্যর্থ ক্রিকেটাররা। অবশ্য কাল ফিল্ডার কিংবা বোলারদের ওপর দোষ চাপানোর কোনো সুযোগই ছিল না। কেন না প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘পাওয়ার প্লে’। কিন্তু ইনিংসের সেই প্রথম ছয় ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় মাহমুদুল্লাহরা। একে একে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান আউট হয়ে যান পাওয়ার প্লেতে। রানও আসে মাত্র ৩৩। এরপর ম্যাচে আর ফিরতেই পারেনি লাল-সবুজরা। দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটাতেই নিয়ে যেতে পারেননি ব্যক্তিগত স্কোরকে। যদিও তিন ব্যাটসম্যান কোনো রকমে টেনে টুনে ডাবল ফিগারে পৌঁছেছেন, কিন্তু তাদের কারও স্কোরও ততটা বড় ছিল। সর্বোচ্চ ১৯ রান করেছিলেন শামিম হোসেন। দুবাইয়ের উইকেটে যে জু জু ছিল এমনটাও বলার উপায় নেই। কেন না, এই উইকেটেই তো কয়েক মিনিটের ব্যবধানে ব্যাট হাতে নেমে সাইক্লোনের গতিতে রান করলো অস্ট্রেলিয়া। সহজ টার্গেটে পৌঁছাতেও ওভারপ্রতি ১২.৩১ গড়ে রান করে অসিরা বুঝিয়ে দেন টি-২০তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মান কতটা নিচে নেমে গেছে। যে পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় লাল-সবুজরা খাদে পড়ে যায়, সেই পাওয়ার প্লেতেই বাইশগজে ঝড়ে তুলে ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৪ রানে অলআউট হওয়ার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানেই শেষ। প্রতি ম্যাচেই যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের গ্রাফটা নিচের দিকে নামছিল, কে জানে আর দুই একটি ম্যাচ থাকলে আরও বড় কোনো লজ্জায় পড়তে হতো কিনা! ব্যর্থতার মিশন শেষ হওয়ার পর যেন হাফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ শেষে যেন হতাশা প্রকাশ করার ভাষাও খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ, ‘এভাবে হারলে আসলে বলার কিছু থাকে না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনেই নিজেকে মানিয়ে নিতে হবে। ভালো করতে হবে। কিন্তু আমরা পারিনি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্লোজ ম্যাচ হারার পর আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি, শেষ পর্যন্ত আর ফিরতে পারিনি।’

সর্বশেষ খবর