শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে রওশন

নিজস্ব প্রতিবেদক

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে রওশন

উন্নত চিকিৎসার জন্য গত রাতে ব্যাংকক নেওয়া হয়েছে  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে। গতকাল সন্ধ্যায় SH-EMG (এয়ার অ্যাম্বুলেন্স) যোগে তাঁকে ব্যাংকক নেওয়া হয়। বিরোধীদলীয় নেতার সঙ্গে যান ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ। বিমানবন্দরে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন। ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তাঁর অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাঁকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

মিলাদ মাহফিল অনুষ্ঠিত : এদিকে বেগম রওশন এরশাদের সুস্থতা কামনা করে গতকাল সন্ধ্যায় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে মিলাদে অংশ নেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন মিলন। পরিচালনা করেন স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর