শিরোনাম
শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এখনো কমেনি করোনাকালের বর্ধিত ভাড়া

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চালু করতে গত ৩১ মার্চ থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়। এরপর গণপরিবহন স্বাভাবিক হয়েছে, চালু হয়েছে শতভাগ আসনে যাত্রী পরিবহন। কিন্তু অনেকক্ষেত্রেই কমেনি এই বাড়তি ভাড়া। রাজধানীর বিভিন্ন গণপরিবহনে এমন চিত্র লক্ষ্য করা গেছে। অনৈতিকভাবে বাড়তি ভাড়া আদায় নিয়ে মাঝে-মধ্যেই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে পরিবহনগুলোতে। সমস্যা সমাধানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

শরিফুল ইসলাম নামে একজন জানান, পুরানা পল্টন থেকে কুড়িল বিশ্বরোড এলাকা পর্যন্ত সুপ্রভাত ও ভিক্টর পরিবহনে ৩০ টাকা নেওয়া হচ্ছে, যদিও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। প্রচেষ্টা পরিবহনে নেওয়া হয় ৫০ থেকে ৬০ টাকা। প্রতিটি আসনে যাত্রী নেওয়া ছাড়াও দাঁড়ানো যাত্রীও নেওয়া হচ্ছে বেশিরভাগ গণপরিবহনে। স্বাস্থ্যবিধি মানায় ঢিলেঢালা, মাস্ক ছাড়া যাত্রী ওঠানামা চলছে হরদম। এমনকি চালক, কন্ডাক্টরের মুখেও মাস্ক থাকছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর