রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা ; পরিকল্পনাকারীদের গ্রেফতারে মানববন্ধন নিন্দা, বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা ; পরিকল্পনাকারীদের গ্রেফতারে মানববন্ধন নিন্দা, বিক্ষোভ

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। বরিশাল থেকে তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, সভা ও মানববন্ধন হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া বিভিন্ন জেলায় সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনকারীরা গ্রেফতার সাইফুল ইসলাম সাদের বিচার এবং এ হত্যাচেষ্টার নেপথ্যের কুশীলব হুইপ সামশুল হক ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে নগরীর কাদিরগঞ্জে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু একজনকে গ্রেফতার করলে হবে না, নেপথ্যের কুশীলব ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে। এ সময় বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খোকন প্রমুখ নেতা।

বরিশাল : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের গণমাধ্যম প্রতিষ্ঠানে বরিশালে কর্মরতদের ব্যানারে গতকাল বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া অঙ্গনে একটি উজ্জ্বল নাম। এই গ্রুপের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করছেন হাজারো সাংবাদিক-কর্মচারী। বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমে দেশ ও জাতির স্বার্থে অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে আনা হচ্ছে। এতে যাদের স্বার্থহানি হচ্ছে তারাই বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

রংপুর : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। রংপুর চেম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব টিটু, সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম মিন্টু, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম আজাদসহ অন্যান্য পরিচালক নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর মালিকের জীবননাশের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বসুন্ধরা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এই গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর একজন সফল শিল্পোদ্যোক্তা। তাঁকে হত্যার চেষ্টা খুবই দুঃখজনক। নেতারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গ্রেফতার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। রংপুর জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. জুননুন বলেন, এই শীর্ষ প্রতিষ্ঠান দেশ-বিদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। একটি চক্র বসুন্ধরা গ্রুপের সুনাম নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের এমডির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে সারা দেশের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবেন।

খুলনা : দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন খুলনার ব্যবসায়ী নেতারা। বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার ঘটনা ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, ‘বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তরুণ ব্যবসায়ীদের ‘আইকন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এমন একজন স্বনামধন্য ব্যক্তিকে হত্যার চেষ্টা দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং একই সঙ্গে নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ এ ঘটনার নেপথ্যে যারা জড়িত তাদের দ্রুত বিচার না হলে আন্দোলন গড়ে তুলবেন ব্যবসায়ীরা এমন হুঁশিয়ারি দিয়ে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে বারবার হত্যার চেষ্টা করছে দুর্বৃত্ত চক্র। আটক সাদ ওই চক্রের একজন সদস্য মাত্র। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ময়মনসিংহ : দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বর্তমান প্রজন্মের কাছে একজন আইডল। শুধু তা-ই নয়, বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আর এমন শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিকে হত্যার চেষ্টা করা মানেই অগ্রসর শিল্পকে ভেঙে দেওয়ার পাঁয়তারা। কালের কণ্ঠের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজলের সঞ্চালনায় ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ময়মনসিংহ বিভাগের সহসভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বিএফইউজে ময়মনসিংহ বিভাগের কার্যকরী সদস্য সাহিদুল আলম খসরু, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, নাগরিক আন্দোলন নেতা শহিদুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪-এর ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমান।

গাজীপুর : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহ্মেদ শামীম, গাজীপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহ্ শামসুল হক রিপন, যুগ্ম-সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক বাংলাভূমির সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, দফতর সম্পাদক পলাশ মল্লিক, নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহ, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মো. রাজীব সরকার প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন ডেইলি সানের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান সাদ। বক্তব্যে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আহ্মেদ শামীম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে। একটি মহল দেশের শীর্ষস্থানীয় এ শিল্প পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিষ্ঠানের এমডি দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন। তাকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের তদন্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ দৈনিক বাংলাভূমির সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রয়েছে বসুন্ধরা গ্রুপের। তাদের সাতটি মিডিয়া হাউসে অনেক সাংবাদিক কাজ করেন। এমন স্বনামধন্য প্রতিষ্ঠানের এমডি, যিনি একজন ক্রীড়া সংগঠক, তাঁকে হত্যার চেষ্টার নিন্দা জানাই। এর পেছনে যারা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. শামসুল হক রিপন বলেন, গ্রেফতার সাইফুল বসুন্ধরা এমডিকে হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। নেপথ্যে থেকে যারা এ হত্যাচেষ্টার ষড়যন্ত্র করছে তাদেরও অবিলম্বে গ্রেফতার করা হোক।’ সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার সঠিক বিচার দাবি করছি।’ দৈনিক মুক্ত বলাকা সম্পাদক প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‘জঘন্য এ হত্যাচেষ্টার নিন্দা এবং পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’ ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। পরিকল্পনাকারীরা যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।’ প্রেস ক্লাব সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মো. মাজহারুল ইসলাম মাসুম বলেন, ‘সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীরা বসুন্ধরার উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। প্রকারান্তরে এটি মিডিয়ার ওপর বড় আঘাত।’ সভাপতির বক্তব্যে মো. খায়রুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে। তিনি বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টার নিন্দা এবং পরিকল্পনাকরীদের গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদ সভায় বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নরসিংদী : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে নরসিংদীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানানো হয়। একই সঙ্গে বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনার নেপথ্যের কুশীলব পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুন চৌধুরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অবিলম্বে পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে ব্যবসায়ী, সাংবাদিকসহ সুশীল সমাজের বিভিন্ন মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহা, দৈনিক সমসংযোগ পত্রিকার সম্পাদক আহাদুল হক সমীর, ব্যবসায়ী নেতা শাকীল আহাম্মেদ, নরসিংদী শুভ সংঘের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মাসুম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের ভূমিকা অনস্বীকার্য। বসুন্ধরা গ্রুপ একদিকে দেশের উন্নয়ন করছে অন্যদিকে লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষকে স্বাবলম্বী করে তুলছে। করোনাকালীন দুর্যোগে মানুষের চিকিৎসায় ত্বরিত হাসপাতাল স্থাপনসহ দেশের প্রতিটি জেলার অসহায় মানুষদের খাদ্য সহায়তা, সুরক্ষাসামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদান করে মানুকে বাঁচিয়ে রাখার নিরন্তন চেষ্টা চালিয়ে গেছে। শুধু তা-ই নয়, বাংলাদেশে যখন অক্সিজেন সংকট দেখা দিয়েছে, তখন বসুন্ধরা গ্রুপ প্রতিটি জেলার হাসপাতালগুলোতে অক্সিজেন সহায়তা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে গেছে। এমন একটি প্রতিষ্ঠানের এমডিকে হত্যার চেষ্টা দেশের উন্নয়নকে হত্যার শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানাই। একই সঙ্গে বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে শারুন চৌধুরীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

টাঙ্গাইল : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সন্দেহভাজনদের শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভূঞাপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, প্রেস ক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাপাশ খান, সহসভাপতি আলীম আকন্দ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোরার সাদী রাজু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, দফতর সম্পাদক মামুন সরকার, সাংবাদিক আবদুর রশিদ তালুকদার, আল আমিন শোভন, আসাদুল খান, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, আবদুর রহিম মিয়া, খন্দকার মাসুদ রানা, মো. নাসির উদ্দিন, আরিফুজ্জামান, মাহমুদুল হাসান প্রমুুখ।

নারায়ণগঞ্জ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। এ সময় হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। গতকাল বিকালে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘আমরা হতবাক হই, একজন অধীনস্থ লোককে দিয়ে কীভাবে বারবার একজন মানবসেবী ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়। একটি হত্যাকান্ড ঘটানোর চেষ্টা করা সেই ব্যক্তির যেন কঠোর শাস্তি হয় সে জন্য আমরা দাবি জানাই।’ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘একটা সভ্য দেশে যত প্রভাবশালীই হোক, কাউকে হত্যার চেষ্টা করা ব্যক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সর্বশেষ খবর