রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হতাশার মধ্যেও স্বস্তি

টি-২০ সম্রাট ‘ক্রিস গেইল’ টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন। আর বিদায়ী ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবীয়দের হারে সুখবর পেল বাংলাদেশ। আগামী টি-২০ বিশ্বকাপে আর প্রথম রাউন্ড খেলতে হবে না। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হারে লাল-সবুজের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেল। এই ম্যাচেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় আরেক তারকা ডোয়াইন ব্রাভো। দুই টি-২০ বিশ্বকাপের মধ্যে মাত্র এক বছরের ব্যবধান। তাই আগামী ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বাছাই প্রক্রিয়ার নতুন পদ্ধতি ঠিক করে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। আগের মতোই সরাসরি সুপার টুয়েলভে খেলবে আট দল, বাকি চার দল নেওয়া হবে প্রথম রাউন্ড থেকে। কিন্তু  কোনো আট দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে? নতুন নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট এবং এই আসর শেষে (১৫ নভেম্বর) টি-২০ র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ছয় দল খেলবে। তার মানে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকলেই হবে। র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ সুপার টুয়েলভে সব কটি ম্যাচ হেরে নেমে গিয়েছিল ৯ নম্বরে। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিংয়ের পার্থক্য ছিল মাত্র ১ পয়েন্ট। উইন্ডিজের রেটিং ২৩২.৭৩ এবং বাংলাদেশ ২৩১.৯৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় তাদের রেটিং কমে যায়। ক্যারিবীয়দের টপকে আটে উঠে গেল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কার সঙ্গে উইন্ডিজকেও খেলতে হবে প্রথম রাউন্ড। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৭ উইকেটে ১৫৭ রান। অধিনায়ক কাইরন পোলার্ড ৩১ রানে করেন ৪৪ রান। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ঝড়ে ২২ বল হাতে রেখেই ৮ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে অস্ট্রেলিয়ার চতুর্থ জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। বাইশগজে গিয়েই ঝড় তোলেন ক্রিস গেইল ও এভিন লুইস। ইনিংসের দ্বিতীয় ওভারে জোস হ্যাজলউডের ওভার থেকে নেন ২০ রান। ইনিংসের প্রথম ১৩ বল থেকে ৩০ রান করেন ক্যারিবীয়রা। এরপর ৭ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। তারপরও পাওয়ার প্লেতে ৫০ রান করেছিল উইন্ডিজ। কিন্তু পাওয়ার প্লের পর রানের গতিটা কমে যায়। শেষ দিকে পোলার্ড এসে ঝড় তুললেও ১৫৭ রানের বেশি করতে পারেনি টি-২০র বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচে অসিদের জয়ের পাশাপাশি দরকার ছিল নেট রানরেট। তাই ইনিংসের শুরু থেকেই মারমুখী ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার।  মাত্র ৮৫ বলে খেলেছেন ৮৫ রানের হার না মানা ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে চারটি বিশাল ছক্কার মার। অধিনায়ক ফিঞ্চ দ্রুত আউট হয়ে গেলেও মিচেল মার্শ ওয়ানডাউনে নেমে ৩২ বলে ৫৩ রান করে অস্ট্রেলিয়ার বড় জয় নিশ্চিত করেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি-২০ ম্যাচটি খেলে ফেললেন টি-২০ সম্রাট ক্রিকেট গেইল। এটিই শেষ ম্যাচ আরেক উইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভোর। দুই ক্যারিবীয় তারকাকে গার্ড অব অনার দেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শেষে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিভার্স বসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আপনারা সমর্থক দিয়েছেন বলেই আজ আমি গেইল হতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।’ তারপর নাচতে নাচতে স্টেডিয়াম থেকে বের হন ক্রিস গেইল।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর