রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ধর্মঘটে বুয়েট ও সাত কলেজে ভর্তি পরীক্ষা, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটের মধ্যেই গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী পরিবহন বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। রাজধানীতে ভর্তি পরীক্ষা হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে কোনো কোনো ভর্তিচ্ছু মোটরসাইকেলে এসে পরীক্ষায় অংশ নিয়েছেন। আর রাজধানীর বিভিন্ন এলাকার ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নিয়েছেন ব্যক্তিগত পরিবহন, সিএনজি, রিকশায় করে অথবা পায়ে হেঁটে এসে। বুয়েট জনসংযোগ দফতর সূত্র জানায়, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে ৯৯ দশমিক ৪৬ ভাগ ও বিকালের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ ভর্তিচ্ছু অংশ নেয়। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এবার উত্তীর্ণ হয়েছে আশিক ইকবাল। তার ইচ্ছা প্রকৌশল নিয়ে পড়ালেখা করার। আবেদন করেছেন বুয়েটে ভর্তি পরীক্ষার। কিন্তু পরিবহন ধর্মঘটেও পরীক্ষা না পেছানোয় বিপাকে পড়েন এ ভর্তিচ্ছু। কোনো উপায় না পেয়ে পিতা আইনুল হককে নিয়ে মোটরবাইক চালিয়েই বগুড়া থেকে ঢাকায় এসে ভর্তি পরীক্ষায় অংশ নেন আশিক। এ ছাড়াও অনেক ভর্তিচ্ছু ও তাদের অভিভাবক পদে পদে ভোগান্তির শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। জ্বালানি তেলের দাম বাড়ানোয় দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলা পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি নিয়ে গতকাল পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। যানবাহনের জন্য রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। বিআরটিসি ছাড়া অন্য কোনো পরিবহন পাননি তারা। বেশি ভাড়া দিয়ে সিএনজি, রিকশায় করে ভর্তি পরীক্ষার কেন্দ্রে আসেন ভর্তিচ্ছুরা। ঢাকা কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শরিফুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, রাজধানীর আমিনবাজার থেকে সাড়ে ৩০০ টাকা দিয়ে সিএনজিতে করে পরীক্ষা দিতে এসেছেন তিনি। অন্যান্য সময় দুই থেকে আড়াইশ টাকায় আসা গেলেও পরিবহন ধর্মঘটের কারণে তাকে গুনতে হয়েছে বাড়তি এই ভাড়া। সিএনজি পেতেও তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

সর্বশেষ খবর