রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়

নিজস্ব প্রতিবেদক

জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির অনৈতিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দাম বৃদ্ধির মাধ্যমে জনগণকে চরম দুর্ভোগে ঠেলে দেওয়া হয়েছে। জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আ স ম রব বলেন, সরকার জ্বালানি তেলে গত সাত বছরে ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই সময়ের মধ্যে সরকার মুনাফার পরিবর্তে জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণের পাশে দাঁড়ায়নি। জনগণের কাছ থেকে মুনাফার ফায়দা লুট করা রাষ্ট্রের কর্তব্য নয়। তিনি বলেন, উন্নয়নের আড়ালে প্রতিটি মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে। আর জনগণের দুঃসময়ে রাষ্ট্র জ্বালানি খাতে কোনো ভর্তুকি দিতে পারবে না, এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। মেগা প্রজেক্টের মেগা অপচয় বন্ধ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে সরকারের রাজনৈতিক কর্তব্য। জ্বালানি তেল যেহেতু কৌশলগত পণ্য, তাই তেলের দাম বাড়ালে তা সরাসরি মানুষের জীবন-যাত্রার খরচ বাড়িয়ে দেয়, পরোক্ষভাবে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ে।

 নিত্যপণ্যের চড়া দামের দুঃসময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জীবন-যাত্রার ওপর প্রচ- চাপ পড়বে। ইতিমধ্যে পরিবহন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। জনসাধারণের দুঃসময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেশের অধিক সংখ্যক মানুষকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনসাধারণের যাপিত জীবনে কী ধরনের প্রভাব পড়বে গণবিচ্ছিন্ন সরকার তা বিবেচনা করতেও অক্ষম। জনগণের বৃহত্তর স্বার্থে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান রব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর