মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনা ; বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য হুমকি

সারা দেশে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনা ; বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য হুমকি

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকালও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয় বরিশাল (১)। -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যা পরিকল্পনার মতো ঘটনা দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য হুমকি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী সমাজ মনে করে, ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। এ ঘটনায় ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ছাড়া ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এ বিষয়ে গতকালও বাংলাদেশ প্রতিদিনের কাছে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি এ ঘটনার পেছনে কেউ জড়িত থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। পেছনে যে ব্যক্তি বা যারাই জড়িত থাক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ওপর এ ধরনের হত্যাচেষ্টা সমর্থনযোগ্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে বোট ক্লাবে নায়িকা পরীমণি কান্ডকে কেন্দ্র করে আরেক শীর্ষ ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে নানাভাবে হয়রানি করা হয়। তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে জেলেও নেওয়া হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে। এ ঘটনায় একজন অস্ত্রসহ গ্রেফতারও হয়েছেন। ধৃত ব্যক্তি তার স্বীকারোক্তিতে ঘটনার পেছনের ক্রীড়নকদের নামও বলেছেন। কিন্তু এখনো আর কেউ গ্রেফতার হয়নি। ফলে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ফলে সারা দেশে ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। একই সঙ্গে নিজেদের করা বিনিয়োগ নিয়ে অনেকেই শঙ্কিত। এজন্য সরকারের কাছে নিজেদের জানমালের নিরাপত্তা দাবি করেছেন। তারা বলেছেন, এ ঘটনার দ্রুত সুষ্ঠু সমাধান হওয়া জরুরি। তবে এ দেশে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর থেকে এমনকি ২০০৭ সালে ১/১১-এর সময়ও ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়েছিল। সে সময় তাদের কাছ থেকে জোরপূর্বক বিপুল পরিমাণ টাকাও আদায় করা হয়েছিল। যা আজ পর্যন্ত ফেরত পাননি ব্যবসায়ীরা। যদিও তার পরবর্তী সময়ের সরকারগুলো টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে এসেছে একাধিকবার। সে সময় অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছিল অসংখ্য শীর্ষ ব্যবসায়ীকে। ফলে তখন স্থবির হয়ে পড়েছিল দেশের ব্যবসা-বাণিজ্য ও দেশের সামগ্রিক অর্থনীতি। তবে এখন তারা আর শুধু হয়রানিতেই থেমে নেই। একটি কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধার আড়ালে ভাড়াটে খুনি নিয়োগ করে ব্যবসায়ীদের হত্যার পরিকল্পনা করে আসছে। এমন পরিস্থিতিতে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্র্মসংস্থান আবারও হুমকির সম্মুখীন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মহামারী করোনাভাইরাসের আঘাতে এমনিতেই সারা বিশ্বের অর্র্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনা অচলাবস্থার পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে আর এ মুহুর্তে শুরু হয়েছে দেশবিরোধী কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র। তারা ব্যবসায়ীদের হত্যার নীলনকশা এঁকেছে। যার মাধ্যমে মূলত দেশের উন্নয়ন ও অগ্রগতিকেই বাধাগ্রস্ত করতে চায় এ কুচক্রী মহল। জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের সময় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়। ওই দিনই বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করে রাজধানীর ভাটারা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানান, শুক্রবার (৫ নভেম্বর) পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি। তার আগে দুধের মধ্যে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে চক্রটি। এ ঘটনায় দেশের অন্য শীর্ষ ব্যবসায়ীরাও নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সারা দেশেও চলছে ক্ষোভ-বিক্ষোভ, সভা-সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি।

এর পেছনে কারা জড়িত খুঁজে বের করতে হবে-বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যার পরিকল্পনার ঘটনা ব্যবসায়ী সমাজের জন্য খুবই উদ্বেগজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো চক্র জড়িত থাকতে পারে। যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা না থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এজন্য ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে হলেও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বসুন্ধরা দেশজুড়ে বিপুলসংখ্যক কর্মসংস্থান গড়ে তুলেছে। দেশের অর্থনীতির বিকাশে অসামান্য অবদান রাখছে। আর সেই বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার হুমকি দেওয়া বা হত্যার পরিকল্পনা করা ছোটখাটো কোনো মাস্তানের কাজ নয়। এর পেছনে বড় চক্র জড়িত থাকতে পারে। আমি মনে করি তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির বিধান করতে হবে।’

জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে-বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন: এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত তাদের যে কোনো উপায়ে খুঁজে বের করতে হবে। কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বসুন্ধরা গ্রুপ সারা দেশে ৫০ থেকে ৭০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান করেছে। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে ৪০টি বেশি। এ ধরনের বড় একটি শিল্পগোষ্ঠীর কর্ণধারকে হত্যার হুমকি দেওয়া কিংবা হত্যার পরিকল্পনা করা নিশ্চই ছোটখাটো কোনো মাস্তানের কাজ নয়। এর পেছনে হয়তো প্রভাবশালী কোনো গোষ্ঠীই জড়িত। সরকারের উচিত হবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। সর্বোপরি ব্যবসায়ী সমাজকে নিরাপত্তা দেওয়াও সরকারেরই দায়িত্ব।’

চট্টগ্রামের ব্যবসায়ীদের তীব্র নিন্দা : বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ওপর এ ধরনের হত্যাচেষ্টা কখনো সমর্থনযোগ্য নয়। চেম্বার সভাপতি হিসেবে আমি এটি সমর্থন করি না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আরও বলব, এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ব্যবসায়ী সমাজের ক্ষোভ, হতাশা আরও গভীর হবে। যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে।’

সারা দেশে ক্ষোভ-বিক্ষোভ, সভা-সমাবেশ মানববন্ধনসহ নানা কর্মসূচি

এদিকে গতকালও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হত্যা পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে ক্ষোভ-বিক্ষোভ, সভা-সমাবেশ ও মানববন্ধন অব্যাহত ছিল। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গুলশান : দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ও পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজধানীর গুলশান এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে গুলশান-২ গোলচত্বরসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত গুলশান এলাকার জয়নাল আবেদীন বলেন, ‘সায়েম সোবহান আনভীরকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বৃহত্তর গুলশানবাসী এ ঘটনার প্রতিবাদ জানাই এবং পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’ এ সময় উপস্থিত ছিলেন সুজন, মানিক মিয়া, বাবু, হেলাল উদ্দিন বেপারী, সোলায়মান আকন্দ, মিলন হোসেন প্রমুখ।

উত্তরা : বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা জসীমউদ্দীন সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত থাকা উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা মো. পারভেজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি যুবসমাজের অহংকার। আমাদের আইকন। তাকে হত্যা করার জন্য একজন সংসদ সদস্য ও তারা ছেলে যে পরিকল্পনা করেছেন তা নিন্দনীয়। আমরা উত্তরাবাসী এর নিন্দা জানাই। পরিকল্পনাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ উত্তরা পূর্ব থানা এলাকার বাসিন্দা মো. আরিফুর রহমান রুবেলসহ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

ইসিবি চত্বর : বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর ইসিবি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ন্যক্কারজনক এ ঘটনার পরিকল্পনাকারী হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক রাসেল রানা, সাবেক সহসম্পাদক ফয়সাল হোসেন, ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিনাদ ফেরদৌস, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সৈয়দ জয়, সহসভাপতি মাহবুবুর রহমান মুন্না, যুগ্মসম্পাদক শিবলু, আহাদ, পারভেজ ও সাগর।

শাহবাগ : সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল করিম ওরফে শারুনকে গ্রেফতারের দাবিতে গতকাল বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনেও মানববন্ধন হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দা নয়ন আহমেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সারা দেশের মানুষের কল্যাণে কাজ করছে। করোনাকালে তারা মানুষের পাশে ছিল। বসুন্ধরা গ্রুপে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিশ্বের সেরা উদ্যোক্তাদের মধ্যে একজন বসুন্ধরা গ্রুপের এমডি। তাই এমন একজন ব্যক্তিকে হত্যাচেষ্টায় জড়িত থাকায় হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে শারুনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ রাসেল নামে এক বক্তা বলেন, ‘বসুন্ধরা এমডিকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।’

খুলনা : বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খুলনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন ও সচেতন নাগরিক সমাজ। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ইসলাম খান, আবুল হাসান, মেসার্স আবদুল রাজ্জাক আজিজের স্বত্বাধিকারী মো. আফরোজ, জনতা সিমেন্ট এজেন্সির পরিচালক মো. সাদিউজ্জামান, সাউথ বেঙ্গলের এজিএম (সেলস) খন্দকার তাজরুল হাসান, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার আবদুল গোফুর সরকার, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের এএসএম (সেলস) মো. জিয়াউর রহমান, মুশফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক সোলায়মান হোসেন। পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। মিছিল শেষে খুলনা প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল। বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ব্যবসা ক্ষেত্রে তার উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সফল হয়েছেন ও তরুণ ব্যবসায়ীদের ‘আইকন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এমন স্বনামধন্য ব্যক্তিকে হত্যার চেষ্টা দুঃখজনক।’ বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানান।

যশোর : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। গতকাল বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম স্বপন, মো. আবদুল কাদের, মো. শামসুজ্জোহা চান্নু, শাহ মো. একরামুল, সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ অংশ নেন। কর্মসূচি চলাকালে বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম স্বপন বলেন, ‘ব্যবসায়ীদের ওপর হামলার অর্থ দেশের অর্থনীতির ওপর হামলা। যারা এভাবে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করতে চায় শিগগিরই তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বরিশাল : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বরিশালের ব্যবসায়ীদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় মহানগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী গাজী মহিউদ্দিন, মো. নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মাহফুজ হোসেন, ফরহাদ হোসেন ফুয়াদ, তারেক মাহমুদ রানাসহ অন্যরা।

রংপুর : বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টায় রংপুরের সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর প্রতিবাদে রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে। গতকাল দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পি, এনটিভির বিভাগীয় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সংস্কৃতি বিষয়ক সম্পাদক  এ কে এম মইনুল হক, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, যমুনা টিভির বিভাগীয় প্রধান সরকার মাজহার মান্নান, নিউজ২৪-এর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভাগীয় সভাপতি আশরাফ হোসেন কিরন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জি এম জয়, সাংবাদিক মোহাম্মদ আলী, রবিউল ইসলাম দুখু, মামুনুর রশিদ, সহিদুল ইসলাম মানিক প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (রংপুর) নজরুল মৃধা।

বগুড়া : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের সাতমাথায় কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বগুড়া’। সংগঠনের সমন্বয়কারী ও বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আবদুস সালাম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সহসভাপতি মির্জা আহছানুল হক দুলাল, জুয়েলার্স মালিক সমিতির সা. সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, জেলা টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা পিলু সরদার, আবু তালেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক এইচ আলিম, ব্যবসায়ী শাহরিয়ার সৈকত, সাহিদুল ইসলাম, এমরান রহমান মিঠু, মশিউর রহমান জুয়েল, তরুণ সমাজসেবক শিশির মোস্তাফিজ, যুব সংগঠক সাব্বির আহম্মেদ স্মরণ, লিটন রহমান, রিজু হোসেন, সবুজ, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটের সিনিয়র এক্সকিউটিভ কারিম উল্লাহ প্রমুখ। কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কুষ্টিয়া : সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন-পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানলে আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব^ প্রতিবেদক তারিকুল হক তারিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, নিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান জাহিদ, বাংলাদশে মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া প্রেস ক্লাবের দফতর সম্পাদক নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, ডেইলি সানের কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ। প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি প্রদান করে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, যা সংবাদপত্রের সূতিকাগার কাঙাল হরিনাথ মজুমদারের জেলা কুষ্টিয়ার সাংবাদিকরা কোনোভাবেই বরদাশত করবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হবে।’

নাটোর : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে শহরের কানাইখালীর নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হত্যাচেষ্টার প্রতিবাদে এবং পরিকল্পনাকারী হুইপ সামশুল ও তার ছেলে শারুনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐতিহ্যবাহী নাগরিক সংগঠন আমরা নাটোরবাসী এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের আহ্‌বায়ক ওয়াকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, গণমাধ্যমকর্মী রাসেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মৌমির সুলতান, আবদুস সবুর, মিলন হোসেন, ফিরোজ কবির রেন্টু, নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবক শাহ নেওয়াজ সালাম নয়ন, খন্দকার তানভীর আহম্মেদ, সাব্বির আহম্মেদ চপল, গণমাধ্যমকর্মী মামুন খান।

নোয়াখালী : বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের উদ্যেগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবু নাছের মঞ্জু, অ্যাডভোকেট নুর হোসেন মাসুদ, আকাশ মোহাম্মদ জসিম প্রমুখ।

ময়মনসিংহ : সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন ময়মনসিংহের ব্যবসায়ী মহল। গতকাল সকালে নগরীর বড়বাজার এলাকায় সর্বস্তরের ব্যবসায়ীদের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা ব্যবসায়ী। আর এই ব্যবসায়ী সমাজের আইকনিক নাম সায়েম সোবহান আনভীর। যিনি বসুন্ধরা গ্রপের একজন মেধাবী এমডি। সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ব্যবসায়ী সমাজ চুপ থাকবে না। সমাবেশে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ডিলার ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বাবলু, আবদুর রউফ, অখিল চন্দ্র ধর, আলহাজ মো. কামাল উদ্দিন প্রমুখ।

মানিকগঞ্জ : বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহ্‌বায়ক মাহবুবুর রহমান জনি, মাহমুদুল হক শুভ। এ সময় বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতিই নন একজন মানবদরদি মানুষও তিনি। করোনার সময়  সারা দেশব্যাপী খাদ্যসহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে দ্রুত গ্রেফতারের দাবি করেন বক্তারা। 

বোয়ালমারী (ফরিদপুর) : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বোয়ালমারীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বোয়ালমারী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন। অধ্যাপক কাজী তারেক পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নওয়াবউদ্দিন আহমেদ টোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী শামসুজ্জামান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা, শিক্ষাবিদ দেবাশীষ কুমার সাহা, সংস্কৃতিক ব্যক্তিত্ব জীবনকৃষ্ণ পাল, মারুফা আক্তার, আজকের পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি রাসেল আহমেদ, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এরশাদ সাগর, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক নুর ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যার মূল পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল কবীর চৌধুরী শারুনকে গ্রেফতার ও বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে জেলার ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শুভেচ্ছা বাণিজ্যের পরিচালক সাইফুল ইসলাম, বন্ধন ট্রেডার্সের মালিক মতিয়ার রহমান, শুভেচ্ছা বাণিজ্যের শফিকুল ইসলাম, ভাই ভাই ট্রেডার্সের শিমুল ইসলাম, হক আয়রনের স্বত্বাধিকারী মোজাম্মেল হক, আসমা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম ও রাজু আহমেদ।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় মানববন্ধনের খবর পেয়ে সেখানে একাত্মতা প্রকাশ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপকারভোগী বেশ কয়েকটি পরিবার। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদরাসার মোহতামিম, ইমাম, আইনজীবী, কলেজছাত্র, ব্যবসায়ী, স্কুলের প্রধান শিক্ষক, জাতীয় ফুটবলার ও দুর্ঘটনায় সহযোগিতাপ্রাপ্ত পরিবার। গতকাল দুপুরে শহরের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী শ্রেণির মানুষ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই মানববন্ধন হয়।  সেখানে এমডিকে হত্যার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়। মানববন্ধনে জাতীয় দলের ফুটবলার আরিফ হাওলাদার ছাড়াও বক্তব্য রাখেন আবু সাঈদ, মিজানুর রহমান, ছিদ্দিকুর  রহমান, লতিফুর মল্লিক, নিজামউদ্দিন, তালহা ইসলাম, আলিমউদ্দিন, আবদুল্লাহ নোমান, মোজাম্মেল হোসেন খান, কামাল ইসলাম, রফিকুল্লাহসহ  বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ।

পাবনা : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে পাবনার ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১২টার দিকে জেলার বেড়া রাজঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত শ্রমিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হত্যাচেষ্টায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন বেড়া ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাব হোসেন, ব্যবসায়ী সাগর হোসেন, বেড়া ঘাট শ্রমিকনেতা হারুন অর রশিদ, বেড়া দোকান মালিক সমিতির নেতা সোলায়মানসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণমান্য ব্যক্তিরা।

সর্বশেষ খবর