বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সেমিতে দুই বন্ধুর লড়াই

মেজবাহ্-উল-হক, দুবাই থেকে

সেমিতে দুই বন্ধুর লড়াই

পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল লড়াইটা  যেন এখন হয়ে গেছে দুই বন্ধুর লড়াই। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াইও বলা যায়। কেন না এই পাকিস্তানকে বিশ্বকাপে বদলে দেওয়ার নায়ক কোচ ম্যাথু হেডেন তো অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের বন্ধু। এক সময় তারা দুজনে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করতেন। আইসিসি টি-২০ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে দুই বন্ধুই আজ মুখোমুখি।

টি-২০তে অস্ট্রেলিয়া ভয়ংকর দল। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে তারা এখনো শিরোপা জিততে পারেনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে পরিসংখ্যান তাদের হয়েই কথা বলছে। টি-২০তে এর আগে দুই দলের দেখা হয়েছিল ২৩ বার। তারমধ্যে ১২ বার জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের জয় ৯টি। একটি ম্যাচ টাই এবং একটিতে  কোনো ফলাফল আসেনি। কিন্তু রেকর্ডবুকের পিছিয়ে পড়লেও বিশ্বকাপের এই আসরে টপ ফেবারিট এখন পাকিস্তান। টুর্নামেন্টে তারাই একমাত্র দল যারা এখনো হারেনি। কোচ ম্যাথু হেডেনের কোচিংয়ে যেন পাকিস্তান পুরো দলটাই বদলে গেছে। তরুণরা যেমন দুর্দান্ত দাপট  দেখাচ্ছে, অভিজ্ঞরাও দারুণ পারফর্ম করছে। তবে  হেডেনের কষ্ট যে তাকে আজ লড়াই করতে হবে নিজের জন্মভূমির বিরুদ্ধে, সবচেয়ে কাছের বন্ধুর বিরুদ্ধে। গতকাল সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই যেন খানিক অন্য মনস্ক হয়ে গেলেন। তারপর মুখচ্ছবি চরম  পেশাদারিত্বের ভাব এনে বললেন, ‘পাকিস্তানের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেমিফাইনালের লড়াইটা এমন এক দলের বিরুদ্ধে, যে দলের হয়ে আমি দুই দশক  খেলেছি। বেশ কিছু ট্রফি জিতেছি। আমার যে আজকের অর্জন সবই তো অস্ট্রেলিয়া হয়ে। তাই আমার ব্যক্তিগত দিক থেকে দেখলে এই লড়াইটা আমার মধ্যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের, মনের সঙ্গে মনের। জাস্টিন ল্যাঙ্গার ও আমি এখনই পজিশনে এক সঙ্গে খেলেছি অনেক দিন। এখন আলাদা দায়িত্ব। এখন আমি যে দলটির কোচ সেই পাকিস্তান সেমিফাইনাল খেলছে। এই দলে বেশ কিছু তরুণ আছে যারা দারুণ প্রতিজ্ঞাবদ্ধ, আবার কিছু অভিজ্ঞ আছে যারা দলের প্রতি খুবই একনিষ্ঠ। তাই এই দলকে নিয়ে আমি আশাবাদী।’

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। যদিও পাকিস্তান এই আসরে দারুণ ছন্দে। ওপেনিংয়ে অধিনায়ক বাবর আজম ব্যাটিংয়ে দেখাচ্ছেন ক্যারিশমা। বোলিং আতঙ্ক ছড়াচ্ছেন শাহিন আফ্রিদি। তবে এসব নিয়েও মোটেও  টেনশন করছেন না ফিঞ্চ। তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান ভালো খেলছে। তারা গ্রুপপর্বের সবকটি ম্যাচ জিতেছে। কিন্তু আমরা তো ভালো খেলছি। পাওয়ার প্লেতে আমাদের ওয়ার্নার দারুণ ব্যাটিং করছেন। স্পিনে জাম্পা দাপট  দেখাচ্ছেন।’

দিবা-রাত্রির ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ‘শিশির’। তাই প্রথমে ফিল্ডিং করা দল বাড়তি সুবিধা পায়। এজন্য টস জয় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে মোটেও ভাবছেন না ফিঞ্চ। কারণ, টসে তো কারও হাত নেই। যে পরিস্থিতিই তৈরি হোক না কেন লড়াই করার সাহস রাখতে হবে বলে মনে করেন অসি দলপতি। তবে অস্ট্রেলিয়ার জন্য ভাবনার কারণ হতে পারেন প্রতিপক্ষ দলের কোচ ম্যাথু হেডেন। কিন্তু বিষয়টি কাল সংবাদ সম্মেলনে ফিঞ্চের সামনে আনা হয়। এ সময় অসি অধিনায়ক বললেন, ‘ভাবনার কিছু নেই। এটা খুবই ভালো লাগার মতো বিষয়  যে, আমাদের দলের সাবেক একজন গ্রেট ক্রিকেটার আরেকটি দলকে সহযোগিতা করছে।’ ফিঞ্চ মুখে যাই বলুক না কেন, আজ যে হেডেনই তাদের সামনে বড় বাধা তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, পাকিস্তান কোচ অসি দলের শক্তিমত্তা-দুর্বলতা সবই জানেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর