বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে

ড. আবুল বারকাত

নিজস্ব প্রতিবেদক

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত বলেছেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি অপমানজনক শব্দ। মানুষকে খাটো করা ঠিক নয়। সংবিধান মতে এ দেশে জনগণই প্রজাতন্ত্রের মালিক। ‘দলিত ও সমতলে বসবাসরত আদিবাসীদের জনশুমারি ২০২১ এ অন্তর্ভুক্তি’ নিয়ে গতকাল সিরডাপ অডিটরিয়ামে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন এ অর্থনীতিবিদ। ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এবং হেকস-ইপার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক ও কলামিস্ট সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ও অর্থনীতিবিদ এম এম আকাশ, ঢাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, গাজী টিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায়, ঢাবির শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন বিশ্বাস প্রমুখ। ড. আবুল বারকাত আরও বলেন, আদিবাসী ও দলিত সম্প্রদায়, ভূমিহীন নারী-পুরুষ সবার জন্য আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি, সমাজ, রাষ্ট্র চেয়েছিলাম- তাই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেন, আজকে দেশের যে অবস্থা এটি জানলে কি মুক্তিযুদ্ধ করতেন? আমি উত্তর দিই- মুক্তিযুদ্ধ করতাম না, তবে রাজাকার হতাম না। বক্তব্যের এক পর্যায়ে প্রসঙ্গক্রমে তিনি বলেন, ডেইলি স্টার ও সংগ্রাম যৌথভাবে ১০ কোটি টাকার একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছে। তারা আমার ১০টি ভুল ধরতে সমন্বিতভাবে কাজ করেছে। অধ্যাপক এম এম আকাশ বলেন, আদিবাসীদের বাদ দিয়ে সমীক্ষা করা হলে প্রকৃত চিত্র উঠে আসবে না। ড. সাদেকা হালিম বলেন, আদিবাসী নিয়ে বিভিন্ন কর্মসূচি করতে অনুমতি দিতে চান না জেলা প্রশাসকরা। আদিবাসীদের অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, দলিত, আদিবাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, কিন্তু তাদের সেখানে কথা বলতে দেওয়া হয় না। এসব কারণে আদিবাসীদের নিয়ে আয়োজনগুলো ব্যর্থ হয়।

সর্বশেষ খবর