শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এবার বাড়ল জেট ফুয়েলের দাম, ভাড়া বাড়বে বিমানে

নিজস্ব প্রতিবেদক

ডিজেলের পর এবার জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। বিপিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়াল ৭৭ টাকা। গত বছরের অক্টোবর থেকে ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। গত এক বছর ধরে প্রায় প্রতি মাসেই একটু একটু করে বাড়ছে এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েলের দাম। গত বছরের অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দর ছিল ৪৬ টাকা। সর্বশেষ নভেম্বর মাসে এই জ্বালানির দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতি লিটারে দাম বেড়েছে ৩১ টাকা বা ৬৭ শতাংশ। এয়ারলাইনসগুলোকে জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের তথ্য বলছে, গত বছরের অক্টোবরে জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৪৬ টাকা। ডিসেম্বরে ২ টাকা বাড়িয়ে এটি হয় ৪৮ টাকা। আবার এ বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল ৫৩ টাকায় সরবরাহ করেছে পদ্মা অয়েল। ফেব্রুয়ারিতে দাম ছিল ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা এবং এপ্রিলে ৬১ টাকা। মে মাসে এক টাকা কমে প্রতি লিটার জেট ফুয়েল সরবরাহ করা হয়েছে ৬০ টাকায়। জুনে আবারও দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাই মাসে ৬৬ টাকা, আগস্ট মাসে ৬৭ টাকা এবং অক্টোবরে দাম হয় ৭০ টাকা। নভেম্বর মাস থেকে প্রতি লিটার জেট ফুয়েল ৭৭ টাকায় এয়ারলাইনসগুলোকে সরবরাহ করছে পদ্মা অয়েল। জেট ফুয়েলের দর বাড়ানোয় এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপিসি গত এক বছরে নিয়মিতভাবে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় কঠিন সমস্যা পড়তে পারে দেশের এভিয়েশন খাত। জেট ফুয়েলের বর্ধিত দাম এয়ারলাইনসের অপারেশন খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত যাত্রীদের টিকিটের জন্য বেশি টাকা ব্যয় করতে হবে। এর আগে সরকার ডিজেলের দর বৃদ্ধি করে এক লাফে প্রতি লিটারে ১৫ টাকা। ফলে প্রতি লিটার ডিজেলের দর হয়েছে লিটারপ্রতি ৮০ টাকা। দেশে ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। ডিজেলের দর বৃদ্ধির কারণে সব ধরনের পরিবহন ধর্মঘট পালন করে। পরে সরকার পরিবহনের সংশ্লিষ্টদের দাবি মেনে ভাড়া বৃদ্ধি করে। নতুন ভাড়া নিয়ে দেশব্যাপী নানা অস্থিরতার সংবাদ পাওয়া যাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এ কারণে প্রতিবেশী দেশসহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এতদিন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেল লিটারপ্রতি ১৩ টাকা ১ পয়সা ও ফার্নেস অয়েল ৬ টাকা ২১ পয়সা করে কমে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিয়েছে। গত অক্টোবরে বিপিসির লোকসান হয়েছে প্রায় ৭২৭ কোটি টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর