সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা শুরু

আগামী এসএসসি মে-জুনে

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২১ গতকাল শুরু হয়েছে। এসএসসিতে পদার্থ বিজ্ঞান, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে পদার্থ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এসব পরীক্ষা শুরু হয়। চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যমতে, নয়টি সাধারণ  শিক্ষা বোর্ডে গতকাল (বিজ্ঞান বিভাগে) ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এদের মধ্যে ৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ দশমিক ২৭ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বরিশাল বোর্ডে একজন ও দিনাজপুর বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এ ছাড়া বরিশাল বোর্ডে দুজন কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। মাদরাসা শিক্ষা বোর্ডে গতকাল ২ লাখ ৬৯ হাজার ৩৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৯ হাজার ৮৯৪ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল মতিঝিল বালক স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন। মন্ত্রী বক্তব্যে বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর পরীক্ষা নিতে দেরি হয়েছে। ২০২২ সালের পরীক্ষা হয়তো আগের মতো নির্ধারিত মাসে (ফেব্রুয়ারি) নিতে পারব না। তবে এবার যত দেরি হয়েছে আশা করি সামনের বছর এত দেরি হবে না। এ পরীক্ষা হয়তো মে-জুন মাসে চলে যেতে পারে। সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, বিশ্বনাথে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্মার্ট ফোন সঙ্গে রাখার দায়ে কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে থাকা চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দারুল উলুম ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই শিক্ষকরা হলেন- কামালবাজার ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক শাহ আলম, হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. হোসেন রজবী মুন্সি, আল-ইশর্^াদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মেজবাহুল ইসলাম ও বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী গ্রন্থাগারিক মো. রুহুল কুদ্দুছ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর