সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তবে গুজব ছড়ানোর অপচেষ্টা আছে। অভিভাবক ও শিক্ষার্থীরা কেউ গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াবে বা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। গতকাল মতিঝিল বালক স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, চলমান পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। নতুন কারিকুলাম চালু হলে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা থাকার কথা নয়। তখন এই শিক্ষার্থীদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের টিকাদান নিয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দেড় লাখ শিক্ষার্থীর টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী হয়তো খুব কম রয়েছে। টিকা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, এ তথ্যটি সত্যি নয়। সুস্থ সব শিক্ষার্থীই পরীক্ষা দিতে পারবেন।

সর্বশেষ খবর