বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন মুখ নিয়ে ক্রিকেট দলে বড় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম রাউন্ডে হেরেছে স্কটল্যান্ডের কাছে। জয় শুধু ওমান ও      পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচে হার। এমন বাজে  পারফরম্যান্সের কারণ খুঁজতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তখনই পরিষ্কার হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ স্কোয়াডে ব্যাপক পরিবর্তন আসছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা  করেছে বিসিবি, পূর্ব ধারণা অনুযায়ী সেখানে জায়গা হয়নি টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের ৬ ক্রিকেটারের। ইনজুরির জন্য অবশ্য সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের। টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন লিটন দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন। যদিও রুবেল কোনো ম্যাচ খেলেননি বিশ্বকাপে। প্রথমবারের মতো টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪ তরুণ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী। সাইফ হাসান ওয়ানডে এবং টেস্ট খেললেও টি-২০তে প্রথম। ইয়াসির রাব্বি বেশ কয়েকটি সিরিজেই জাতীয় দলের স্কোয়াডে ছিলেন। কিন্তু অভিষেক হয়নি। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন দুজনে একেবারেই নতুন মুখ। আকবর আবার অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। টাইগারদের নেতৃত্বে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর স্টেডিয়ামে টি-২০ সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। খেলাগুলো শুরু হবে দুপুর ২টায়। টি-২০ ও টেস্ট সিরিজ খেলতে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। 

বাংলাদেশের টি-২০ স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম ও আকবর আলী।

সর্বশেষ খবর