বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বুস্টার ডোজের চিন্তাভাবনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

বুস্টার ডোজের চিন্তাভাবনা সরকারের

দেশের নাগরিকদের বড় অংশ করোনাভাইরাসের টিকা পেয়ে গেলে তখন তাদের বুস্টার ডোজ দেওয়ার কথা সরকার ভাববে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সৌদি আরব প্রবাসীদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পক্ষ থেকে ১৫ লাখ  ডোজ করোনাভাইরাস টিকা হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাহিদ মালেক। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের কাছ থেকে টিকা বুঝে নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজের যদি কখনো প্রয়োজন হয়, সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। শুধু প্রবাসী নয়, যখন আমরা সবাইকে টিকা দিয়ে ফেলতে পারব তখন চিন্তা করা হবে। ন্যাশনাল কমিটি আছে তাদের সুপারিশ যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। এভাবে অন্যান্য দেশে কিন্তু শুরু হয়ে গেছে, আমেরিকাতে বা ইউরোপে। আমরাও সেটা চিন্তাভাবনা করব।’ সরকারের টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রায় ২১ কোটি টিকা কিনেছি, এর মধ্যে ১১ কোটি আমরা গ্রহণ করেছি। সাড়ে ৮ কোটির বেশি প্রয়োগ করেছি। এখন আমরা প্রতিদিন প্রায় ১৫ লাখ টিকা দিয়ে থাকি।

সর্বশেষ খবর