বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তিস্তা চুক্তি বাস্তবায়ন জটিল প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা চুক্তি বাস্তবায়ন জটিল প্রক্রিয়া

ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বর্ষাকাল ছাড়াও অসময়ে ভারী বৃষ্টিপাত ও বন্যা হওয়ায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের আবহাওয়ার পূর্বাভাস ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো প্রয়োজন। এজন্য বাংলাদেশের প্রস্তাবে ভারত সম্মত আছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন জটিল প্রক্রিয়া। কেননা ভারতের জনগণের চাহিদা ও প্রত্যাশা এবং পানি প্রাপ্তি সাপেক্ষে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের আপত্তি নেই। গতকাল দুপুরে রংপুর সিটি করপোরেশনে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে ১০৯টি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে সিটি করপোরেশনে একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। তিনি বলেন, চোরাচালান ও মাদক পাচার বাংলাদেশ-ভারতের বড় সমস্যা। মাদকের রুট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে সমঝোতা হয়েছে। এসব কারণেই সীমান্তে হত্যাকান্ড ঘটছে। যাতে দুই দেশের মানুষের প্রাণহানি না হয়, যা শূন্যে নামাতে কাজ করছে দুই সরকার। এর আগে ভারতীয় হাইকমিশনার ভারত সরকারের সহায়তায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন এবং সিটি কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ কাউন্সিলর ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর