বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউপিতে আরও হামলা সহিংসতা

পীরগঞ্জে বিজয় মিছিলে বাধা, ভাঙ্গায় হামলা চালানোর সরঞ্জাম উদ্ধার

প্রতিদিন ডেস্ক

ইউপি নির্বাচন নিয়ে সহিংসতার আরও কিছু খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে বিজয়ী ইউপি সদস্যের মিছিলে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় হাঙ্গামার জন্য জমিয়ে রাখা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

রংপুর : পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত ইউপি সদস্য বিজয় মিছিল করতে গেলে সংঘর্ষ ঘটে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডে আমিনুল ইসলাম আমিন টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হন। গতকাল দুপুরে ভুঁড়িভোজ শেষে তারা শোডাউনের আয়োজন করেন। এ শোডাউন হলদিবাড়ী (নামাপাড়া) গ্রামের কছির উদ্দিনের ছেলে সাবু মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি (কুমিল্লা) : মেঘনা উপজেলার নবনির্বাচিত এক ইউপি সদস্যের ওপর মঙ্গলবার সন্ত্রাসী হামলা ঘটে। আহত ইউপি সদস্য সুরুজ মিয়ার স্ত্রী সাজেদা বাদী হয়ে গতকাল ফারুক, গাফ্ফার, কাউছার, ইসমাইল, সফিকসহ ১২ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়- সুরুজ মিয়া মেঘনার পুরান ভাটেরা থেকে ট্রলারযোগে দাউদকান্দি আসার পথে হাসনাবাদে ট্রলারের গতি রোধ করে তার ওপর হামলা চালানো হয়।

ভাঙ্গা (ফরিদপুর) : উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা, রাজেশ্বরদী গ্রাম থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এগুলো ইউপি নির্বাচনে ব্যবহারের জন্য জমা করা হয়েছিল। মঙ্গলবার দুপুর আড়াটা থেকে রাত ১২টা পর্যন্ত ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ট্রাফিক পুলিশ এ অভিযান চালায়। অভিযানে পুলিশ ৪৪টি ঢাল, ২০টি কাতরা, ২২টি কালি, ৫টি টেঁটা, ৮টি মোটর সাইকেলসহ বেশকিছু লাঠি উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন খান বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঝ) ধারায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। তবে আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভাঙ্গা থানার পরিদর্শক তদন্ত বিকাশ মন্ডল বলেন, ‘২৮ নভেম্বর ভাঙ্গার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য আমরা এ অভিযান চালাই। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী। অভিযানের খবর পেয়ে গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে যায়। এ কারণে আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর