বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব

টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। সাকিব আল হাসানের ব্যক্তিগত পারফরম্যান্সও আহামরি ছিল না। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির টি-২০ অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। অথচ বিশ্বকাপের সময় আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে শীর্ষে উঠেছিলেন সাকিব। এবার সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন নবী। সাকিবের অবস্থান দুই নম্বরে। শীর্ষ স্থানে উঠে আসা নবীর রেটিং পয়েন্ট ২৬৫। আর সাকিবের ২৬০। ১৭৯ পয়েন্টে তৃতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল ১৭৮ ওয়ানিন্দু হাসারাঙ্গা পঞ্চম স্থানে আছেন। ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিশান মাকসুদ। তার পরেই আছেন স্মিথ। শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিশেল মার্শ। সাকিব বিশ্বকাপের সবকটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরিতে। আগামীকাল ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু হচ্ছে। পুরো সিরিজেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।

সর্বশেষ খবর