শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সরকারকে মানবিক হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারকে মানবিক হতে হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার সুযোগদান প্রশ্নে বলেছেন, সরকারকে মানবিক হতে হবে। তিনি চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে জামিন দিয়ে দ্রুত বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোনো অজুহাত সৃষ্টি করে তথাকথিত আইনের দোহাই দিয়ে বিদেশ প্রেরণে বাধা সৃষ্টি করার সরকারের অপকৌশল বড় বিপর্যয় ডেকে আনতে পারে। মানবতা কোনো করুণার বিষয় নয়। সরকারকে অবশ্যই ‘মানবীয় কর্তৃত্বের’ অধীন থাকতে হবে। প্রতিহিংসা বা নির্মমতা দিয়ে মানবিক সমাজ বিনির্মাণ করা যায় না। তিনি বলেন, খালেদা জিয়ার জীবন সুরক্ষায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা সরকারের রাজনৈতিক কর্তব্য। খালেদা জিয়ার জীবন সুরক্ষায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর