শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

গোলাম রহমান

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা হয়ে পড়েছে। একদিকে করোনায় মানুষের আয় কমেছে, অন্যদিকে ব্যয় বাড়ছে। জীবনধারণের জন্য ন্যূনতম ব্যয় করেই খালি হয়ে যাচ্ছে পকেট। বেঁচে থাকতে শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য খাতে ব্যয় কমাচ্ছে মানুষ। এ অবস্থা বেশি দিন চললে মানুষ বেসামাল হয়ে পড়তে পারে। তখন সমাজে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়া বিচিত্র নয়। এটাই আশঙ্কা।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে ক্যাব সভাপতি আরও বলেন, প্রতি বছর মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে একটা প্রতিবেদন আমরা তুলে ধরি। তাতে দেখা গেছে, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। করোনায় অনেক মানুষের আয় কমেছে। চাকরি হারিয়েছে। তবুও ব্যয় বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে খুবই অসুবিধায় ফেলে দিয়েছে। এখন মধ্যবিত্ত শ্রেণিও টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। এই অবস্থা বেশি দিন চললে মানুষ অধৈর্য হয়ে পড়তে পারে। জীবনধারণের ব্যয় যদি না কমে, মানুষের আয় যদি না বাড়ে, তাহলে সমাজে অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়াটা বিচিত্র না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বলেই দিয়েছেন আন্তর্জাতিক বাজারে না কমলে দেশে মূল্য পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই যেসব পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তারা তা যৌক্তিক বলে মনে করেন। তিনি বলেন, করোনার সময়ে সমাজে অসমতা আরও বেড়ে গেছে। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে আয়-রোজগার কমে গেছে। আমরা দেখছি ৮০ শতাংশ মানুষের আয় কমেছে, অনেকে বেকার হয়েছে। অন্যদিকে দেশের মোট আয় বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। অর্থাৎ বিত্তশালীরা আরও বিত্তবান হয়েছে। আয় বৈষম্য বেড়েছে। এটা অর্থনীতির জন্য সুখকর নয়।

 

সর্বশেষ খবর