মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
পাবনা পৌর নির্বাচন

টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কি না, জানতে চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে সংসদ সদস্য শামসুল হক টুকুসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী এলাকায় অবস্থান না করতে রিটার্নিং অফিসারের দেওয়া চিঠি কার্যকর হয়েছে কি না তা, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবদুুল বাতেনের করা রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. সাইফুল আলম। পরে খুরশীদ আলম খান বলেন, রিটার্নিং অফিসার সংসদ সদস্য শামসুল হক টুকুকে নোটিস দিয়েছেন। আদালত পাবনার রিটার্নিং অফিসারের প্রতি আদেশ দিয়েছে। ১৪ নভেম্বর দেওয়া চিঠি কতটুকু প্রতিপালিত হচ্ছে তা ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিয়ে জানাতে বলেছে হাই কোর্ট। বৃহস্পতিবার আবার মামলাটি কার্যতালিকায় আসবে। সংসদ সদস্যের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার বৈধতা নিয়ে রিট করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন। ‘আমি মায়াদয়া করব না কিন্তু, পিষে দেব’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী এক মেয়র পদপ্রার্থীর সমর্থককে এ হুমকি দেন ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। শুক্রবার সকালে বেড়া পৌর এলাকার বৃশালিখা পশ্চিমপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবদুল বাতেনের সমর্থক, আওয়ামী লীগ কর্মী ইয়ামিন আলী। এ সময় তিনি পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর সামনে পড়েন। তখন ইয়ামিনকে এ হুমকি দেন শামসুল হক। বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শামসুল হকের সহোদর আবদুল বাতেন এবং ভাইয়ের মেয়ে সাদিয়া আলম।

সর্বশেষ খবর