বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে সংঘর্ষ হামলা ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

ইউপি নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চলছেই। সিরাজগঞ্জে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার ধামরাইয়ে যুবককে নির্যাতনের ঘটনায়              নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের খবর- সিরাজগঞ্জ : ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো (নৌকা)-এর ৮ নম্বর ওয়ার্ডের শলি বনানী বাজারে নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ভাঙ্গা (ফরিদপুর) : ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চান্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মোল্লার (আনারস প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আবদুল খালেক মোল্লা বলেন, গত সোমবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের চান্দ্রা বাজার ক্যাম্পে আমার কর্মী-সমর্থকরা বসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী রূপাই মাতুব্বরের নেতৃত্বে তার ৩০-৪০ জন কর্মী আমার সমর্থকদের ওপর হামলা চালায়। ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা ও আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে পিটিয়ে চৌরাস্তার মোড়ে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমানসহ ১০ জনকে আটক করে পুলিশ। রাতেই চেয়ারম্যানসহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নির্যাতিত যুবককের ভাই আলামিন। আটকদের মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর তিন নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও প্রচারণায় বাধার অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থী মানিক সরকার গতকাল সংবাদ সম্মেলন করে বলেছেন, প্রতিপক্ষ নৌকার প্রার্থী নোমান সরকারের কর্মী-সমর্থকরা আমার স্থানীয় হাটচান্দিনা ওলানপাড়া, মাইথারধিয়ায় তিনটি নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করে। অথচ উল্টা আমিসহ আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মানিক সরকার বলেন, নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা আমার প্রচারণায় বাধা দিচ্ছেন। নাটোর :  ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে। এ উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটাররা। গতকাল বেলা ১১টায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারে ৫ শতাধিক নেতাকর্মী ও নারী-পুরুষ নৌকার প্রার্থী মনোনয়নে পুনর্বিবেচনার দাবি জানান।

সর্বশেষ খবর