বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছেন তা মেনে নেওয়া যায় না। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, ডিজেলের দাম বাড়ার অজুহাতে সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে যাত্রীদের কাছ থেকে আদায়  করা হচ্ছে তার চেয়েও বেশি। এতে প্রতিদিন হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা। আবার শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়া। ছাত্রী ও নারীদের সঙ্গে অশালীন আচরণ করছেন বাসশ্রমিকরা। বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, তাই তেলের দাম কমাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। পাশাপাশি গণপরিবহনের ভাড়া নিয়ে সড়কের নৈরাজ্য কমাতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর