রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মৃত্যু ও সহিংসতার মধ্যেই আজ ইউপিতে ভোট

৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

গোলযোগ-সংঘাত-সহিংসতার মধ্যে আজ তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। একই সঙ্গে অষ্টম ধাপে ৯ পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে উৎসব-আমাজের মধ্যে শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা। এ নির্বাচনকে সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ নিয়েছে ইসি। শুক্রবার মধ্যরাতে এসব নির্বাচনী এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে। নির্বাচনী প্রচার শেষেও গভীর রাতে বিভিন্ন এলাকায় সংঘাত-সহিংসতা হয়েছে। সহিংসতায় আহত একজন মারা গেছেন। বিগত দুই ধাপের ইউপি ভোটের আগে-পরে ও ভোটের দিন সহিংসতায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু ঘটেছে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরেও তারা থাকবেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও।

তৃতীয় ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্যা ৩৩৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিলে ভোটের লড়াইয়ে আছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

ইসি সূত্র জানিয়েছে, এ ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জের ইউপিগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছে ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিস। ইসির কর্মকর্তারা জানিয়েছে, ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ইউপি, মুন্সীগঞ্জের আধারা ইউপিকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলার অন্যান্য ইউপি নিয়ে শঙ্কা রয়েছে। এসব নির্বাচনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেশি ঝামেলা হচ্ছে। ইসির আইনশৃঙ্খলা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। ইউপি ভোটকে কেন্দ্র করে বেশ কিছু নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবার। পরিস্থিতি সামলে রাখতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। পাশাপাশি সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এ ধাপের নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য। সহিংসতা ঘটতে পারে এমন ‘পকেটগুলো’ চিহ্নিত করে আগাম গোয়েন্দা তথ্য নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নজরদারি বাড়ানো ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছে ইসি। নির্বাচনী পরিবেশ ভালো রাখতে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকসহ সবার সহযোগিতাও চেয়েছেন সিইসি হুদা।

গতকাল নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচন কমিশন প্রত্যাশা করে নির্বাচন ভালো হবে। আমরা কোনো আশঙ্কা করছি না। ইউপি নির্বাচনে ঘরে ঘরে প্রতিযোগিতা হয়। পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। আমরা আশা করছি একটা ভালো নির্বাচন হবে। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয়েছিল ১০০৭টি ইউপির। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টি ইউপির ভোট। আজ রবিবার ভোট হবে ১০০০ ইউনিয়ন পরিষদে। এ ধাপে ভোটার ২,০১,৪৮,২৭৮ জন। ভোট কেন্দ্র ১০ হাজার ১৫৯টি। ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ জন। তাদের মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্যা ৩৩৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিলে ভোটের লড়াইয়ে আছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। তাদের মধ্যে ৪ হাজার ৪০৯ জন চেয়ারম্যান পদে, ১১ হাজার ১০৫ জন সংরক্ষিত সদস্য পদে এবং ৩৪ হাজার ৬৩২ জন সাধারণ সদস্য পদে লড়বেন। করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচনের ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না। ইতিমধ্যে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন। প্রথম দুই ধাপে প্রায় ১ হাজার ২০০ ইউপিতে ভোট শেষ হয়েছে। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪০ ইউপিতে ভোট গ্রহণ হবে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট হবে ৫ জানুয়ারি।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

দীর্ঘ ১১ দিন পর নির্বাচনী সহিংসতায় আহত হওয়া এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। বরগুনার পাথরঘাটায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মো. বাচ্চু (৫৭) নামে এক সমর্থক গুরুতর আহত হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। তবে মৃত্যু ব্যক্তির ছেলের দাবি মারধর করা হলেও তিনি স্বাভাবিক ভাবেই মারা গেছেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের কর্মী হবি মাতব্বরকে (৫৫) হাতুড়ি দিয়ে বেধড়ক ভাবে পিটিয়ে আহত ও চন্দ্রবান বেগমকে (৫০) আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে ঘটেছে। তৃতীয় ধাপের আজ লক্ষ্মীপুর পৌরসভা ও ২০টি ইউপি নির্বাচন। এসব নির্বাচনী এলাকার ২২০টি ভোট কেন্দ্রের সব কয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ধরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাহেব আলী মাতব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার মুসলিম পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে শেরপুর জেলা নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কদিন ধরেই উত্তাপ চলছে। জন প্রতিনিধিদের লাগামহীন বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। জনসভায় দেওয়া এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল নকলা উপজেলার উরফা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল হক হীরার জনসভার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। জনসভায় বক্তব্যে চেয়ারম্যান বলছেন, মার্কা আমার নৌকা। গতবার আধা ঘণ্টার ভোটে চেয়ারম্যান হয়েছি। এবার ভোট করব মাত্র ৫ মিনিট।

খুলনা জেলার তেরখাদা ও রূপসার সাতটি ইউনিয়নে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের (মেম্বার) এক প্রার্থীর ওপর হামলা ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার মনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চম ধাপের ইউপি ভোট ৫ জানুয়ারি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। গতকাল নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ৭ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৯ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। ভোট হবে ৫ জানুয়ারি। এ ধাপের ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলোয় ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এ ছাড়া বাকি ইউপি নির্বাচন আগামী জানুয়ারির মধ্যে শেষ করতে চায় নির্বাচন কমিশন। দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। নূরুল হুদার কমিশন আসছে ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট ধাপে ধাপে শেষ করার পরিকল্পনা করেছে। চলতি বছরের মার্চে ইউপি ভোটের তফসিল দিয়ে ১১ এপ্রিল থেকে নির্বাচন শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আটকে যায়। পরে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১ হাজার ইউপির ভোট আজ রবিবার। এরপর ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হবে।

নারায়ণগঞ্জ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগামী সপ্তাহে কমিশনের আরেকটি মিটিং হবে। ওই বৈঠকে নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করার যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ সিটির বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির আগের তিন মাসের মধ্যে ভোটের আয়োজন করতে হবে ইসিকে।

সর্বশেষ খবর