রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতা ভোগ করতে হলে রাজপথে নামতে হবে

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা ভোগ করতে হলে রাজপথে নামতে হবে

সরকার হটাতে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা ভোগ করতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সাধারণ জনগণকে অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। রাজপথে নেমে সে অধিকার আদায় করে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল নাগরিক ফোরামের উদ্যোগে ‘সমুদ্রে সার্বভৌমত্ব : আইনি অধিকারে কতদূর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে প্রফেসর ড. আবদুর রব, অ্যাডভোকেট ড. হেলালউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। হাফিজ উদ্দিন বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়- তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার বারবার বলছে- তাঁর চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই। এদেশে সাজাপ্রাপ্ত অবস্থায় আ স ম আবদুর রবকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। মেজর জলিলকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। অথচ বেগম খালেদা জিয়া তাঁর মৌলিক অধিকারটুকু পাচ্ছেন না। দেশবাসীকে এর প্রতিবাদ করতে হবে। এ সরকারকে নামানোর জন্য যা যা করা দরকার, প্রয়োজনে রাজপথে নামতে হবে।

সর্বশেষ খবর