মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। রবিবার দুপুরের পর থেকে গতকাল পর্যন্ত রক্তক্ষরণ হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির        ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত তাঁর পরিপাকতন্ত্রে নতুন করে রক্তক্ষরণ হয়নি। তবে অন্য রোগগুলো আগের মতোই অপরিবর্তিত রয়েছে।               

সেগুলোর            ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি। সংশ্লিষ্ট চিকিৎসকরা আবারও তাঁকে বিদেশের কোনো ‘অ্যাডভান্স হেলথ সেন্টারে’ নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। কারণ তাঁর পরিপাকতন্ত্রে পুনরায় রক্তক্ষরণ হলে তাঁর জীবনটাই ঝুঁকিতে পড়ে যেতে পারে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্ব দিন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তাঁর মেডিকেল বোর্ডের দেওয়া বক্তব্যকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে রাজধানীর শান্তিনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করেছে। খুনের আসামির সাজা মওকুফ করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না। দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলছে। ফ্যাসিবাদের সব স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে সরকার। দয়ামায়া-মানবতা বলতে কিছু এদের নেই। গতকাল বিকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানান, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে কেন্দ্রীয় বিএনপি। রবিবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে।

সর্বশেষ খবর