মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্দোলন অব্যাহত দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন অব্যাহত দুর্ভোগ

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে আটটি ছাত্র সংগঠনের সড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। গতকাল রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা ছবি -জয়ীতা রায়

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরসহ তিন দফা দাবিতে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠনের রাজধানীর শাহবাগ অবরোধ কর্মসূচি গতকালও চলেছে। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে ছাত্রদের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এর আগে দুপুর ১২টায় শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা। পরে শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাহবাগ অবরোধ করতে যাওয়া বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন। পুলিশের বাধার বিষয়ে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায় বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা টিএসসি থেকে শাহবাগ মোড়ের দিকে আসতে শুরু করি। কিন্তু থানার সামনে এলে পুলিশ আমাদের বাধা দেয়। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ মোড়। দুই পাশে দুটি হাসপাতাল রয়েছে। এই মোড় অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই আমরা তাদের শাহবাগ মোড় অবরোধ না করার অনুরোধ করি। এরপরও সামনে এগোতে চাইলে তাদের বাধা দিয়েছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় নটরডেম শিক্ষার্থী নাঈম নিহতের ঘটনায় বিচার, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মালিবাগ, কাকরাইল, নীলক্ষেত ও শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। গতকাল দুপুর থেকে উইলস লিটল ফ্লাওয়ার, হাবীবুল্লাহ বাহার কলেজ ও রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী শান্তিনগর মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় নিরাপদ সড়কসহ সহপাঠীর হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এর আগেও বিইউপির ছাত্র আবরার নিহতের ঘটনায় আন্দোলন হয়েছিল। নিরাপদ সড়ক গড়তে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। এবার প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ চলবে। সরেজমিন শান্তিনগরে সকাল থেকেই পুলিশের অতিরিক্ত গাড়ি মোতায়েন থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে কথা বলে। পরে শিক্ষার্থীরা একটি র‌্যালি নিয়ে কাকরাইল ও বেইলি রোড হয়ে ফের শান্তিনগরে ফিরে আসে। বেলা পৌনে ২টার দিকে তারা সড়ক থেকে সরে যায়। নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবারের মধ্যে যদি অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সেখানে অবস্থান করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তারা এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পায়নি। এর আগেও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা বিভিন্ন আশ্বাস পেয়েছে, কিন্তু আশ্বাসগুলো আশ্বাসই থেকে গেছে। হাফ পাসের প্রজ্ঞাপন জারির দাবিতে আজ মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল নীলক্ষেত মোড়ে রাস্তায় অবস্থান করে দুপুর ১২টায় ৯ দফা তুলে ধরে অবস্থান ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়। এদিকে ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সর্বশেষ খবর