শিরোনাম
মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাসের ধাক্কায় ছাত্র নিহত এবার রামপুরায়

আগুন বিক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিবেদক

বাসের ধাক্কায় ছাত্র নিহত এবার রামপুরায়

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর বেশ কয়েকটি পরিবহনে আগুন ও ভাঙচুর করা হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর রামপুরা বাজারে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় মাঈনউদ্দিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাসের হেলপার। পরে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। এরপর চলন্ত বাস তার মাথার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাঈনউদ্দিনের মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা অন্তত সাতটি বাসে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মাঈনউদ্দিন। তিনি স্থানীয় একরামুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চাপায় ওই শিক্ষার্থীর দেহ একেবারে পিষে যায়। পরে উত্তেজিত জনতা গ্রিন অনাবিলের বাসটিসহ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিতে শুরু করে। রামপুরা থানার ওসি জানান, রাত ১০টার দিকে সড়কে বাসের চাপায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়ে থানার কর্মকর্তারা সেখানে গেছেন। রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখি আটটি বাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আসেন। দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনগণ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। বাসের কর্মী হতে পারে সে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবদুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

সর্বশেষ খবর