বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হামলায় বিপাকে পরাজিতরা

সহিংসতা চলছেই, আরও দুইজন নিহত, কলাগাছ কাটা হলো পরাজিত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন পরবর্তী সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে গুলিবিদ্ধ এক ব্যক্তি গতকাল মারা গেছেন। নওগাঁয় মারা গেছেন আর একজন। সব মিলে তিন ধাপের ইউপি ভোটে ৭৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই। পরাজিত প্রার্থীদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে। নির্বাচনী সহিংসতার মামলায় অনেক এলাকা পুরুষশূন্য হয়েছে। নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনের ফলাফলের পর নবনির্বাচিত ইউপি সদস্য ও তার সমর্থকরা একই ওয়ার্ডের পরাজিত ইউপি সদ্যসের বাড়িতে হামলা চালিয়েছে। ওই সময় বাড়িঘরে  ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের পরাজিত একজ ইউপি সদস্যের এক বিঘা জমির ৪০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের দিন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের  মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি ওই ইউনিয়নের গোবরিয়া নামাকান্দা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। দেলোয়ার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক বলে জানা যায়। ভোটের দিন রবিবার দুপুরে দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মোহাম্মদ এনামুল হক ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দেলোয়ার গুলিবিদ্ধ হন। নওগাঁর বদলগাছীর বিলাসবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী মেম্বারের কর্মী বিধানচন্দ্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০-২৫ জন। গতকাল বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিধানের মৃত্যু হয়। তিনি ওই ইউনিয়নের চকাবীর আদিবাসীপাড়ার গোপাল চন্দ্রের ছেলে এবং বিজয়ী ইউপি সদস্য শাহীন হোসেনের কর্মী। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই পক্ষই থানা দুটি অভিযোগ দিয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর শোক সামলে ওঠার আগেই পুলিশের করা মামলায় পুরুষশূন্য হয়ে পড়েছে ঘিডোব গ্রাম। সহিংসতার ঘটনায় গত সোমবার (২৯ নভেম্বর) ওই গ্রামের অজ্ঞাতনামা প্রায় ৬০০-৭০০ জনের নামে মামলা করে পুলিশ। এ মামলার কারণে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ঘিটোব গ্রামের পুরুষ। নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনের ফলাফলের পর নব-নির্বাচিত ইউপি সদস্য ও তার সমর্থকরা একই ওয়ার্ডের পরাজিত ইউপি সদ্যসের বাড়িতে হামলা চালিয়েছে। ওই সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। গতকাল রায়পুরার অলিপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পরাজিত মেম্বার প্রার্থী ওসমান লোকজন বাধা দিতে এলে নারীসহ আহত হয় সাতজন। নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী এম এ হালিম ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিজয়ী মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম সরকারের সমর্থকদের বিরুদ্ধে।  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউপি নির্বাচনে সহিংসতা ও বিজিবির ল্যান্স নায়েক রুবেল হোসেন ম ল (৩৫) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে (মামলা নম্বর ১৪)। ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামি করে ৯৫ জনের নামে থানায় মামলাটি দায়ের হয়। মঙ্গলবার মামলাটি দায়ের করেন ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকাবরি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায়। নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের সমরখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কামরুল ফকির (৪৭) নামে পরাজিত এক মেম্বর প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিজয়ী মেম্বর মনিরুল ও তার সমর্থকরা। সোমবার দিনগত রাত ৮টার দিকে সমরখোলা গ্রামে এ তৃতীয় ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরসহ আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে। সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এদিকে, রাতেই নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানীসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের ৭ সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। গত ২৮ নভেম্বর থেকে দুই দিন ধরে হামলার শিকার ৭ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত সদস্য প্রার্থীর বাড়িতে হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাংলাবাজারে একজন নিহতের ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

 

সামবার রাতে রামগঞ্জ থানায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩২ জনকে আসামি করে মামলাটি করেন নিহত ছাত্রলীগ নেতার বোন।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও সাবেক সদস্য শরিফুল ইসলামের এক বিঘা জমির ৪০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ প্রার্থীর অভিযোগ, নির্বাচনী দ্বন্দ্বের জেরে কলাগাছ কাটা হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

জামালপুরে নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানের কার্যালয়ে হামলা ও আরও কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকাল থেকে রাত ৯টার মধ্যে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ও পলবান্ধা এবং মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন ও মো. জসিম উদ্দিন জমাদারের সমর্থকরা নৌকা মার্কার নির্বাচনী এজেন্ট নূরুল ইসলামসহ আটজনকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন।

গতকাল সকালের দিকে আমুয়াকান্দির স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ওই এলাকায় থানা পুলিশ অবস্থান নিয়েছে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মাঠে কাজ করছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর